ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইএস জঙ্গীর ছুরিকাঘাতে ॥ ফ্রান্সে পুলিশ অফিসার খুন

প্রকাশিত: ০৩:৫৩, ১৫ জুন ২০১৬

আইএস জঙ্গীর ছুরিকাঘাতে ॥ ফ্রান্সে পুলিশ অফিসার খুন

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পশ্চিমের এক ছোট শহরে পুলিশের ক্যাপ্টেন ছুরিকাহত হয়ে নিহত হন। এবং তার পার্টনারকেও (সঙ্গিনী) হত্যা করা হয়। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় তাদের বাসভবনে এ ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামিক স্টেট ঐসব হত্যাকা-ের দায়িত্ব স্বীকার করে। খবর বিবিসি, এএফপি ও নিউইয়র্ক টাইমসের। তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য স্বীকার করেছিল এমন এক ব্যক্তি ফরাসী পুলিশ কমান্ডারকে ছুরিকাঘাতে হত্যা করে। এরপর পুলিশের অভিযানে সে নিহত হয় বলে কর্মকর্তারা জানান। হামলাকারী অফিসারের পার্টনার (সঙ্গিনী) ও তাদের ছেলেকে প্যারিসের কাছে ম্যাগনানভিলে তাদের বাসভবনে জিম্মি হিসেবে আটকে রাখে। পার্টনারকে (সঙ্গিনী) মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়, তবে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। বার্তা সংস্থা এএফপি একথা জানায়। এক আইএস জঙ্গী ওই হামলা চালায় বলে আইএসের বার্তা সংস্থা আমাক জানায়। যদি এ খবর সত্য হয়, তাহলে এটি হবে ফ্রান্সে জরুরী অবস্থা জারির পর প্রথম জঙ্গী হামলা। প্যারিসে নবেম্ব^রের হামলায় ১৩০ ব্যক্তি নিহত হওয়ার পর দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছুরি উঁচিয়ে এক ব্যক্তি ৪২ বছরের বয়স্ক ওই পুলিশকে তার বাড়ির বাইরে আক্রমণ করার সময় সম্ভবত আল্লাহু আকবর বলে চিৎকার করেছিল। অফিসার তখন ইউনিফর্ম পরা ছিলেন না। এরপর হামলাকারী বাড়ির ভিতর যায় এবং নারী ও ৩ বছরের এক শিশুকে জিম্মি করে। পুলিশের আলোচক দলের সাথে কথা বলার সময় সে আইএসের প্রতি আনুগত্য থাকার কথা দাবি করে বলে জানা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অফিসারের হত্যাকারী নারী ও শিশুটিকে জিম্মি করার পর ফ্রান্সের চৌকস পুলিশ দল রেইড ইউনিট তলব করা হয়। তিনি জানান, আলোচনা ব্যর্থ হলে মধ্যরাতের দিকে এক অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেইড ইউনিটের অফিসাররা এগিয়ে গেলে বিস্ফোরণের প্রচ- শব্দ শোনা যায়। তিনি বলেন, অফিসাররা বাড়িতে ঢুকে মহিলার মৃতদেহ দেখতে পান। মহিলা স্থানীয় এক পুলিশ কর্মকর্তা ছিলেন। হামলাকারীও অভিযানে নিহত হয়। ছোট ছেলেটিকে বাঁচানো যায়। সে সুস্থ আছে। সন্দেহভাজন হত্যকারীর নাম লারোসি আবালা (২৫) বলে যানা যায়। পাকিস্তান সম্পৃক্ত এক জিহাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার দায়ে ২০১৩ সালে তার তিন বছরের কারাদ- হয়েছিল। এ সাজা ছয় মাস স্থগিত রাখা হয়। এ বিচারে অন্য সাত আসামিও ছিল। বার্তা সংস্থা আমাকের আরবীতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আইএস জঙ্গী লেস মুরে শহরের পুলিশ স্টেশনের ডেপুটি চীফ ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। চলতি বছর রমজান মাসে এটিই আইএস সম্পৃক্ত দ্বিতীয় হামলা। প্রথমটি ছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে রবিবার সংঘটিত গোলাগুলির ঘটনা। এতে ৪৯ ব্যক্তি নিহত হয়। পুলিশের হাতে নিহত হওয়ার আগে বন্দুকধারী ওমর মতিন আইএসের প্রতি আনুগত্য স্বীকার করে। আইএসের মুখপাত্র আবু মোহাম্মদ আল-আদনানি তার বার্ষিক প্রাক-রমজান ভাষণে হামলা চালাতে দলের অনুসারীদের প্রতি আহ্বান জানান। তিনি এর আগে প্রায় সাত মাস ধরে কোন বিবৃতি দেননি। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সোমবার রাতে এক বিবৃতিতে ঐ হামলাকে এক কাপুরুষোচিত হত্যাকা- বলে নিন্দা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাদ কাজেনিউভও ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। ফ্রান্সে ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং এ মাসব্যাপী অনুষ্ঠানকালে সন্ত্রাসী হামলা হতে পারে বলে বহুবার হুঁশিয়ারি দেয়া হয়েছে। সম্ভাব্য হামলার বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। ফুটবল দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হয়েছে। প্যারিসে ও এর কাছাকাছি ১৩ নবেম্বর সংঘটিত হামলার পুনরাবৃত্তি এড়ানোর দিকেই জনগণের মনোযোগ বহুলাংশে নিবদ্ধ রয়েছে। ঐ হামলায় ১৩০ ব্যক্তি নিহত হয়। সে ক্ষেত্রে বেলজিয়াম ও ফ্রান্স থেকে আইএসে যোগ দিয়ে ফিরে আসা একদল জঙ্গী আরও কয়েক ব্যক্তির সঙ্গে মিলে ঐ হামলা চালিয়েছিল। ঐ ব্যক্তিরা চরমপন্থী দলের প্রতি আনুগত্য স্বীকার করেছিল, কিন্তু লড়াই করতে বিদেশ যায়নি। কিন্তু আইএস জিহাদীদের একা একা যে হামলা চালাতে উৎসাহিত করছে, তা রোধ করাই বেশি কঠিন। এরূপ সম্ভাব্য জিহাদীদের খুঁজে বের করা কর্তৃপক্ষের জন্য খুবই কঠিন।
×