ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসআইপিআরআই’র রিপোর্ট

যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরমাণু অস্ত্র কমালেও আধুনিকায়ন করছে

প্রকাশিত: ০৫:৩০, ১৪ জুন ২০১৬

যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরমাণু অস্ত্র  কমালেও আধুনিকায়ন করছে

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের পারমাণু অস্ত্রের সংখ্যা ধীরে ধীরে কমালেও এদের ক্ষমতার আধুনিকায়ন করছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপির। এসআইপিআরআই’র বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু শক্তিধর নয়টি দেশ- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরাইল ও উত্তর কোরিয়ায় ২০১৬ সালের শুরুতে ১৫ হাজার ৩৯৫টি পারমাণবিক অস্ত্র ছিল। এগুলোর মধ্যে চার হাজার ১২০টি বিভিন্ন লক্ষ্য স্থির করে মোতায়েন রাখা হয়েছে। ২০১৫ সালের শুরুতে সেই সংখ্যা ছিল ১৫ হাজার ৮৫০টি। এদিকে সীমান্তবর্তী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান তাদের পরমাণু সক্ষমতা বৃদ্ধি করছে। ভারত তার পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আরও শক্তিশালী ও কার্যকর করছে এবং প্লুটোনিয়াম উৎপাদন আরও ত্বরান্বিত করেছে। অন্যদিকে পাকিস্তান রণক্ষেত্রে ব্যবহারযোগ্য পরমাণু অস্ত্র আরও উন্নত করছে ভারতের সেরা প্রচলিত বাহিনীর সঙ্গে ভারসাম্য রাখতে। প্রতিষ্ঠানটি হুঁশিয়ার করে বলেছে, আগামী দশকজুড়ে পাকিস্তানের পরমাণু অস্ত্র উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। গবেষক শ্যানন কাইল ও হ্যানস ক্রিস্টিনসেন গবেষণা প্রতিবেদনে লিখেছেনÑ ১৯৮০-এর দশকের মাঝামাঝির পর থেকে বৈশ্বিক পরমাণু অস্ত্র উদ্ভাবন নিম্নগামী হয়েছে। ওই সময়ে সর্বোচ্চ প্রায় ৭০ হাজার পরমাণু ওয়ারহেড ছিল। এ নিম্নগামী প্রবণতা প্রাথমিকভাবে শুরু হয়েছে রুশ ও মার্কিন বাহিনীর পরমাণু অস্ত্র হ্রাস করার ফলে। ১৯৯১ সালের পর থেকে তিনটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির পাশাপাশি বিশ্বের পারমাণু শক্তিধর দেশ দুটির একতরফা শক্তি হ্রাসের ফলাফল এ অস্ত্র হ্রাস। তবে এসআইপিআরআই বলেছে, গত এক দশকের তুলনায় তাদের পরমাণু অস্ত্র কমানোর গতি অনেক ধীর। ২০১১ সালে নতুন দ্বিপাক্ষিক স্টার্ট চুক্তি কার্যকর হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র বা রাশিয়া কোন দেশই তাদের মোতায়েন করা কৌশলগত পারমাণু অস্ত্র উল্লেখযোগ্যভাবে হ্রাস করেনি। সংস্থাটি বলেছে, ২০১৬ সালের শুরুতে রাশিয়ার আনুমানিক ৭ হাজার ২৯০টি এবং যুক্তরাষ্ট্রের সাত হাজার পরমাণু অস্ত্র ছিল। বিশ্বের পরমাণু অস্ত্রের ৯৩ শতাংশ রয়েছে এই দুই দেশের হাতে। এরপর ফ্রান্সের ৩০০টি, চীনের ২৬০টি, ব্রিটেনের ২১৫টি, পাকিস্তানের ১১০টি থেকে ১৩০টি, ভারতের ১০০টি থেকে ১২০টি, ইসরাইলের ৮০টি ও উত্তর কোরিয়ার ১০টি অস্ত্র রয়েছে।
×