ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কিউই দলে আরেক ভারতীয়

প্রকাশিত: ০৪:৩৭, ১১ জুন ২০১৬

কিউই দলে আরেক ভারতীয়

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ে সফরের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জিত রাভাল। ঘরোয়া ক্রিকেটে চমৎকার নৈপুণ্য দেখিয়ে কিউই নির্বাচকদের নজর কাড়েন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন স্পিনার ইশ সোধী। অর্থাৎ ব্ল্যাক-ক্যাপস শিবিরে একই সঙ্গে দুজন ভারতীয় বংশোদ্ভূতকে দেখা যাবে। বাদ পড়েছেন তারকা অলরাউন্ডার কোরি এ্যান্ডারসন। বাঁহাতি জিত অকল্যান্ডের হয়ে এ মৌসুমে ৫৫.৭১ গড়ে করেছেন ৭৮০ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট খেলতে ১১ জুলাই নিউজিল্যান্ড ত্যাগ করবে কিউইরা। নিউজিল্যান্ডের টেস্ট দল ॥ কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, লুক রনকি, জিত রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধী, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়াগনার ও বিজে ওয়াটলিং। আবাহনী-ঊষার বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লীগ-এ শুক্রবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে বড় ব্যবধানে জয় কুড়িয়ে নিয়েছে দুই ফেবারিট আবাহনী লিমিটেড এবং ঊষা ক্রীড়া চক্র। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আবাহনী ৬-০ গোলে হারায় এ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে এগিয়ে ছিল ৩-০ গোলে। আবাহনীর মাকসুদ আলম হাবুল একাই করেন তিন গোল। ২টি ফিল্ড গোল করেন রুম্মান সরকার। অপর গোলটি করেন শেখ মোঃ নান্নু। ২৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। ইতোমধ্যেই ‘সুপার সিক্স’-এ খেলা নিশ্চিত করে ফেলেছে আবাহনী। দ্বিতীয় খেলায় ঊষা ক্রীড়া চক্র ৭-১ গোলে সাধারণ বীমা ক্রীড়া সংঘকে হারায়। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। ঊষার পক্ষে একাই চার গোল করেন হাসান যুবায়ের নিলয়। ১টি করে গোল করেন কৃষ্ণ কুমার দাস, আসফাক নেওয়াজ এবং আলিম বেলাল। সাধারণ বীমার মোঃ রসুল একটি ফিল্ড গোল করেন। ২৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে তারা। সাধারণ বীমা ৬ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে। আবাহনীর মতো ঊষাও ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে সুপার সিক্সে খেলা। এদিন আবাহনী ও ঊষা তাদের নিজ নিজ ম্যাচে জয়ী হলে, গত ৭ জুনের মতো একই মজার ঘটনা ঘটে। সেদিন (মঙ্গলবার) ক্ষণিকের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে আরোহণ করেছিল আবাহনী আজাদকে হারিয়ে। কিন্তু পরের ম্যাচেই ঊষা এ্যাজাক্সকে হারিয়ে আবাহনী আবারও নেমে যায় দ্বিতীয় স্থানে, ঊষা ফের ফিরে পায় শীর্ষস্থান। শুক্রবারও আবাহনী-ঊষার ক্ষেত্রে ঘটে একই ঘটনা। বেয়ারস্টোর শতকে বড় সংগ্রহ ইংলিশদের স্পোর্টস রিপোর্টার ॥ কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী শুধু একটি দেশের নয়, তিনি সর্বজনীন। শুক্রবার চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আলী ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত ৩ জুন। তাকে শ্রদ্ধা জানানো হলো ক্রিকেট মক্কা খ্যাত ‘লর্ডসেও’। শুক্রবার ইংল্যান্ড-শ্রীলঙ্কার চলমান তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে খেলা শুরুর আগে আলীকে স্মরণ করা হয়। এই টেস্টেও সফরকারী শ্রীলঙ্কাকে আগেভাগেই কোণঠাসা করে ফেলেছে ইংলিশরা। আগের দিন ১০৭ রান করে অপরাজিত জনি বেয়ারস্টো শেষ পর্যন্তই থাকলেন ক্যারিয়ার সেরা ১৬৭ রানে অপরাজিত। অন্যপ্রান্তে সবাই চলে গেলেন সাজঘরে। তবে এর আগেই স্কোর বোর্ডে ৪১৬ রানের বড় একটি সংগ্রহ পেয়ে গেছে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে। অধিনায়ক কুক প্রথম দিনের শুরুতে একাই লড়েন। তিনি ১৭৩ বলে ৯ চারে ৮৫ রান করার পর ফিরে যান। নতুন করে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। কিন্তু ষষ্ঠ উইকেটে মঈন আলী ও বেয়ারস্টো দারুণ খেলে ৬৩ রানের জুটি গড়েন। এরপর সপ্তম উইকেটে ক্রিস ওকসের সঙ্গে ১৪৪ রানের বিশাল জুটি গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহের ভিত দেন বেয়ারস্টো।
×