ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একাই দুইজনকে খুন করে সিরাজুল

প্রকাশিত: ০৪:২১, ১০ জুন ২০১৬

একাই দুইজনকে খুন করে  সিরাজুল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে পেট্রোল পাম্পে জোড়া খুনের ঘটনায় আটক নজেলম্যান সিরাজুল ইসলাম বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। সে একাই হত্যাকা- ঘটিয়েছে বলে স্বীকার করেছে জবানবন্দীতে। দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাবিন নিম্মী তার জবানবন্দী গ্রহণ করেন। এদিকে, ধুরন্দর এ ঘাতক মিথ্যার জাল বুনে নাজেহাল করেছে জেলা পুলিশকে। একের পর এক মিথ্যা বলে বিভিন্নস্থানে অভিযান চালাতে বাধ্য করে সে। এমনকি স্থানীয় তিন যুবককেও এ হত্যাকা-ে জড়ানোর চেষ্টা করে। তবে পুলিশ বলছে আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত না হওয়া পর্যন্ত আটক অপর তিন যুবকের বিরুদ্ধে তারা কোন সিদ্ধান্ত নিতে পারছে না। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক জানিয়েছেন, হত্যার ঘটনায় আটক সিরাজুল শুরুতে হত্যাকা-ে সেসহ চারজনের জড়িত থাকার কথা বললেও ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে একাই হত্যাকা- ঘটিয়েছে বলে স্বীকার করে। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করলে সে বিচারকের সামনেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। আদালত সূত্র জানিয়েছে, সে হত্যার দায় স্বীকার করে নিয়ে জানায়, পাম্পের তেল চুরির টাকা ৮০ শতাংশ নিয়ে যেত ম্যানেজার ওবায়দুর। দীর্ঘদিনের তেল চুরির টাকা দিয়ে সে একটি বাড়িও নির্মাণ করছিল। ওই বাড়িটি দেখে আসার পর থেকে ক্ষোভে ম্যানেজারকে হত্যার পরিকল্পনা করে সিরাজুল। জবানবন্দীতে সে আরও বলেছে, প্রথমে সে ম্যানেজারকে হত্যা করে। এ সময় সেখানে ঘুমিয়ে থাকা প্রতিবেশী অপু টের পেয়ে যাওয়ায় তাকেও হত্যা করে পালিয়ে যায়। জবানবন্দী গ্রহণ শেষে বিচারক আসামি সিরাজুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
×