ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অমতে বিয়ে করায় মেয়েকে পুড়িয়ে হত্যা করল মা

প্রকাশিত: ০৩:৪৮, ১০ জুন ২০১৬

অমতে বিয়ে করায় মেয়েকে পুড়িয়ে হত্যা করল মা

পরিবারের অমতে বিয়ে করায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বুধবার এক কিশোরীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তার মা। জিনাত রফিক নামে ১৮ বছর বয়সী ওই কিশোরী ঘটনাস্থলেই মারা যায়। তার মাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর ডন ও বিবিসির। স্টেশন হাউস অফিসার (এসএইচও) শেখ হামাদ আখতার বলেছেন, লাহোরের মাস্ত ইকবাল রোডের বাসিন্দা জিনাত সপ্তাহখানেক আগে পরিবারের অমতে পালিয়ে গিয়ে আদালতে বিয়ে করে এবং শ্বশুরবাড়ি থাকা শুরু করে। এই ঘটনার দুইদিন আগে, পরিবারের লোকজন তাকে পটিয়ে বাড়ি ফিরিয়ে আনে এবং প্রতিশ্রুতি দেয় যে, তাদের সম্মতিতে যথানিয়মে বিয়ের অনুষ্ঠান করে তাকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হবে। কিন্তু জিনাত বাড়ি ফিরে এলে তার মা পারভিন (৫০) তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পুলিশ সুপার ইবাদাত নাসির বলেন, এ ঘটনায় পুলিশ জিনাতের পলাতক ভাইকে খুঁজছে। তার মা অপরাধের দায় স্বীকার করেছে। তবে পরিবারের কারও সাহায্য ছাড়া ৫০ বছর বয়সী একজন নারীর পক্ষে একা এ ধরনের কাজ করা সম্ভব বলে বিশ্বাসযোগ্য নয়। জিনাতের চিৎকার শুনে প্রতিবেশীরা বিষয়টি থানায় জানালে পুলিশ পৌঁছার আগে তার মৃত্যু হয়। আলেপ্পোয় তিন হাসপাতালে বিমান হামলা নিহত ১৫ সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত ও বহু আহত হয়েছে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি হাসপাতাল ও একটি ক্লিনিকে হামলা চালানো হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। শহরের চিকিৎসকরা জানিয়েছেন, বিমান হামলায় শহরটির আল হাকিম নামে অবশিষ্ট একমাত্র শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের পরিচালক বলেছেন, হামলার কারণে নবজাতক নয় শিশুকে ইনকিউবেটর থেকে সরিয়ে হাসপাতালের বেজমেন্টে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে হয়েছে। এসব বিমান হামলা কারা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সরকারী বাহিনী দীর্ঘদিন যাবত ওই শহরের নিয়ন্ত্রণ নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক ইউনিসেফের রিজিওনাল ডিরেক্টর পিটার সালামা বলেছেন, হামলা চালানো তিনটি চিকিৎসাকেন্দ্রের মধ্যে রয়েছে আল-বায়ান হসপিটাল ও আল হাকিম হসপিটাল ও আব্দুলহাদি ফারেস ক্লিনিক। আর এগুলো শহরের পূর্বাঞ্চলে অবস্থিত। হামলার পরপর ধারণ করা একটি ভিডিওচিত্রে দেখা যায়, রাস্তাজুড়ে মরদেহ পড়ে রয়েছে এবং বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। -বিবিসি
×