ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ মোহাম্মদ আলীর দাফন

প্রকাশিত: ০৩:৪৭, ১০ জুন ২০১৬

আজ মোহাম্মদ আলীর দাফন

প্রয়াত বক্সিং লিজেন্ড মোহাম্মদ আলীর দাফন আজ। বৃহস্পতিবার তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। লুইসভিলের ফ্রিডম হলে ৩০ মিনিটের এ জানাজা ও দোয়া অনুষ্ঠানে হাজার হাজার লোক অংশ নেন। এ জানাজা অনুষ্ঠানের আয়োজক ইমাম জাইদ শাকির বলেন, আলীর জানাজা অনুষ্ঠান মুসলিম রীতিতে করা হয়েছে। এদিকে মোহাম্মদ আলীর আজকের শেষকৃত্যানুষ্ঠানে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ কেনটাকির লুইসভিল শহরে এই বক্সিং লিজেন্ডের শেষকৃত্য সম্পন্ন হবে। গত শুক্রবার ৭৪ বছর বয়সে আরিজোনার এক হাসপাতালে মারা যান সর্বকালের সেরা এই বক্সার। খবর এএফপি ও বিবিসির। হোয়াইট হাউস জানিয়েছে, ওবামা ও তার স্ত্রী মিশেল ওই দিন তাদের মেয়ে মালিয়ার হাই স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দেবেন। আলীর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে না পারলেও হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা ভ্যালেরি জ্যারেটের মারফত আলীর পরিবারের কাছে ওবামা একটি চিঠি পাঠাবেন। আলীর সঙ্গে এই ভ্যালেরি জ্যারেটের জানাশোনা ছিল। এ বিষয়ে আলীর পরিবারের মুখপাত্র বব গানেল বলেন, ওবামা প্রয়াত আলীর স্ত্রী লোনির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলীর শেষকৃত্যানুষ্ঠানে ওবামা যোগ দিতে না পারলেও অনেক বিশ্বনেতা, রূপালী পর্দার অভিনেতা এবং ক্রীড়া ব্যক্তিত্ব যোগ দেবেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় আলীর মরদেহবাহী কফিন লুইসভিলের রাস্তা দিয়ে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হবে। একই দিন স্থানীয় সময় দুপুর ২টায় কেএফসি ইয়াম কনসর্ট ও স্পোর্টস হলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে জনসাধারণের প্রবেশাধিকার উন্মুক্ত থাকবে। পরে লুইসভিলের কেভ হিল সেমেট্রিতে তাকে দাফন করা হবে।
×