ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় ওয়ানডে

লো-স্কোরিং ম্যাচে প্রোটিয়াদের জয়

প্রকাশিত: ০৭:০৩, ৯ জুন ২০১৬

লো-স্কোরিং ম্যাচে প্রোটিয়াদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘুড়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৮৯ রানের পুঁজি নিয়েও প্রোটিয়ার জয় ৪৭ রানের বড় ব্যবধানে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে এমনি লো-স্কোরিং ম্যাচে ৪ উইকেটে হেরেছিল এবি ডি ভিলিয়ার্সের দল। পরশু অল্পতে গুটিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল তাদের সামনে আরও একটি পরাজয় অবধারিত। কিন্তু শেষ পর্যন্ত দ.আফ্রিকা ম্যাচটা জিতে কেবল ঘুরেই দাঁড়ায়নি, শক্তিধর অসিদের এদিন তারা গুঁড়িয়ে দিয়েছে ১৪২ রানে। লো-স্কোরিং ম্যাচ মানেই বোলারদের আধিপত্য, গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামেও তার ব্যতিক্রম হয়নি। ধুঁকতে ধুঁকতে ৫০ ওভার খেলতে পারলেও ৯ উইকেট হারায় প্রোটিয়ারা, জবাবে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়ার ইনিংসের আয়ু ছিল ৩৪.২ ওভার। উভয় ইনিংসে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন একজন করে ব্যাটসম্যান। টস জিতে ব্যাটিং নেয়া দ.আফ্রিকার হয়ে ফারহান বিহারদিয়ান করেছেন সর্বোচ্চ ৬২, অসিদের পক্ষে এ্যারন ফিঞ্চ ৭২। দুই দলে আর কোন ফিফটি নেই। পার্থক্য হলো, বিহারদিয়ানের পাশাপাশি আমলার ৩৫, অধিনায়ক ডি ভিলিয়ার্সের ২২, কুইন্টন ডি ককের ১৮, রাবাদার ১৫, জেপি ডুমিনির ১৩Ñ এই ছোট ইনিংসগুলোই শেষ পর্যস্ত প্রোটিয়াদের স্কোরটাকে মানসিকভাবে চ্যালেঞ্জের পর্যায়ে নিয়ে গেছে। জস হ্যাজলউড, নাথান কাল্টার-নাইল, গ্লেন ম্যাক্সওয়েল প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট। বিপরীতে ফিঞ্চের ওই হাফ সেঞ্চুরির সঙ্গে নাথান লেয়নের ৩০ ছাড়া ব্যাট হাতে ব্যর্থ চ্যাম্পিয়ন অসিরা। বাকি নয় ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ৩৫! ৭ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয়া পেসার রাবাদা সেরা বোলার। ২টি করে শিকার ওয়াইন পারনেল, ইমরান তাহির আর এ্যারন ফাঙ্গিসোর। মাত্র ১ উইকেট নিলেও অভিষেক ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন তাবরিজ শামসি। বাঁহাতি চায়নাম্যান স্পিনারের প্রত্যেকটা ডেলিভারিতে ধুঁকছিলেন অস্ট্রেলিয়ার সব তারকা ব্যাটসম্যান। মান বাঁচানো ইনিংসটা খেলে ম্যাচসেরা হয়েছেন অবশ্য বিহারদিয়ান। দক্ষিণ আফ্রিকায় ইদানীং একটি বিষয় নিয়ে বিতর্ক চলছে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেট বোর্ডের ওপর বড় টুর্নামেন্ট আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করেছে! অভিযোগ, সকল ক্রীড়া ক্ষেত্রে অশ্বেতাঙ্গ খেলোয়াড়দের তুলে আনার ব্যাপারে সরকারী নির্দেশনা মানা হচ্ছে না। ম্যাচে এরই পরিপ্রেক্ষিপটে কি না প্রথমবারের মতো একাদশে আটজন অশ্বেতাঙ্গ ক্রিকেটার দেখা যায়! বিষয়টা হয়ত কাকতালীয়, তবে গায়ানার ম্যাচটার কথা প্রোটিয়ারা মনে রাখবে বোলারদের দুর্দান্ত লড়াইয়ে দারুণ এক জয়ের জন্যে। ত্রিদেশীয় এই সিরিজ খেলতে এসে খাবিই খাচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে অসহায় আত্মসমর্পণও করতে হয়েছে। ম্যাচ জয়ে বোলারদের বিশেষ কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক ডি ভিলিয়ার্স। তবে ব্যাটিং নিয়ে নাখোশ তিনি। ত্রিদেশীয় সিরিজে গায়ানা পর্ব শেষ হলো তিন দলের একটা করে জয় দিয়ে। ফরমেট অনুযায়ী প্রতিটি দল প্রত্যেকের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের দু-দলের মধ্যে হবে ফাইনাল। সেন্ট কিটসে শনিবার এই অস্ট্রেলিয়ায়-দক্ষিণ আফ্রিকাই ফিরতি লড়াইয়ে মুখোমুখি হবে।
×