ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুরস্কে গাড়িবোমা হামলায় নিহত ১১

প্রকাশিত: ০৬:৫৯, ৮ জুন ২০১৬

তুরস্কে গাড়িবোমা হামলায় নিহত ১১

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে পুলিশ বহনকারী একটি বাসে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুলিশ কর্মকর্তা বলে ইস্তাম্বুলের মেয়র ভাসিপ শাহিন জানিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৩৬ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার সকালের ব্যস্ততম সময়ে শহরের প্রধান পর্যটন এলাকার কাছের একটি সড়কে গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। খবর সিএনএন তুর্ক। পুলিশের গাড়িটি পাশ দিয়ে যাওয়ার সময় দূর নিয়ন্ত্রণ পদ্ধতির (রিমোর্ট কন্ট্রোল) সাহায্যে বিস্ফোরক বোঝাই একটি পার্ক করা গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। সম্প্রচারিত সেল-ফোনের ফুটেজে দেখা গেছে, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের কাছে একটি সড়কে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি পোড়া গাড়ি পড়ে আছে। তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি ইসলামিক স্টেট (আইএস), কুর্দি বিদ্রোহী ও কট্টরপন্থি বাম গোষ্ঠীরা সবাই তুরস্কে হামলা চালিয়েছে। বিস্ফোরণের পর গুলির শব্দ শোনা গেছে বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে। চলতি বছর বেশ কয়েকটি বোমা হামলার শিকার হয়েছে তুরস্ক। এগুলোর মধ্যে ইস্তাম্বুলের পর্যটন এলাকায় চালানো দুটি হামলার দায় স্বীকার করেছে আইএস। এছাড়া রাজধানী আঙ্কারায় চালানো দুটি হামলার দায় স্বীকার করেছে কুর্দি বিদ্রোহীরা। ১৯ ইয়াজিদী তরুণীকে পুড়িয়ে মারল আইএস ধীযৌনদাসী হতে অস্বীকৃতি যৌনদাসী হতে অস্বীকার করায় ১৯ জন ইয়াজিদী তরুণীকে লোহার খাঁচায় পুরে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গীরা। মসুলের কেন্দ্রস্থলে অনেক মানুষের সামনে বৃহস্পতিবার ভুক্তভোগীদের পুড়িয়ে হত্যা করা হয়। মানবাধিকার কর্মী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এআরএ নিউজ এ তথ্য জানায়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ১৯ জন তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারা হলো, আর শত শত মানুষ তা চেয়ে চেয়ে দেখছিল। পাশবিক শাস্তি থেকে তাদের রক্ষায় কেউ কিছু করতে পারল না। খবর টাইমস অব ইন্ডিয়ার। আইএস জঙ্গীরা ২০১৪ সালের আগস্টে ইরাকের উত্তর পশ্চিমাঞ্চলের সিনজার এলাকা দখলে নেয়ার পর তিন হাজার ইয়াজিদি তরুণীকে যৌনদাসী বানায় এবং জঙ্গী হানায় ইরাকী কুর্দিস্তানের দুহক ও ইরবিল থেকে চার লাখ মানুষ ভিটেমাটি ছেড়ে চলে যায়। কুর্দিস্তানের আঞ্চলিক সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, আইএস এখনও ইরাক ও সিরিয়া থেকে অপহৃত ১ হাজার ৮শ’ ইয়াজিদী নারী ও তরুণীকে আটকে রেখেছে।
×