ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলকে টেক্কা দিতে চায় পুঁচকে হাইতি

প্রকাশিত: ০৬:৩৬, ৮ জুন ২০১৬

ব্রাজিলকে টেক্কা দিতে চায় পুঁচকে হাইতি

স্পোর্টস রিপোর্টার ॥ শতবর্ষী কোপা আমেরিকায় শুরুটা মোটেও ভাল হয়নি ব্রাজিলের। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে হারতে হারতে গোলশূন্য ড্র করে। নেইমারবিহীন সেলেসাওদের আসরের নকআউট পর্বের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই। এ লক্ষ্যেই ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পুঁচকে প্রতিপক্ষ হাইতির বিরুদ্ধে মাঠে নামছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের অরলান্ডোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। একই দিন গ্রুপের আরেক ম্যাচে সকাল ৮টায় মুখোমুখি হবে ইকুয়েডর ও পেরু। নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে আছে পেরু। প্রথম ম্যাচে ধাক্কা খাওয়ায় ছোট প্রতিপক্ষ হলেও হাইতিকে খাটো করে দেখছে না ব্রাজিল। কার্লোস দুঙ্গার দল কঠোর অনুশীলনে ব্যস্ত। ব্রাজিলের কাছে হাইতি অনেকটাই অচেনা প্রতিপক্ষ। এবার আমন্ত্রিত হয়ে কোপায় খেলছে হাইতি। এর আগে তারা ব্রাজিলের বিরুদ্ধে খেলেছে দুইবার। দুটিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। দুই ম্যাচে ১০ গোল হজম করে হাইতি। দিতে পারেনি একটিও। বর্তমানে ব্রাজিলের ফিফা র‌্যাঙ্কিং ৭ আর হাইতির ৭৪। তবু চমক দেয়ার আশা করছেন হাইতির কোচ প্যাট্টিস নেভু। তিনি বলেন, পেরুর বিরুদ্ধে দল খারাপ করেনি। আমাদের হারানোর কিছু নেই। ব্রাজিল বিশ্বের সেরা দলের একটি। এরপরও ছেলেরা মুখিয়ে আছে স্মরণীয় কিছু করতে। চাওয়া-পাওয়ার হিসেব না থাকলে অনেক অসাধ্যই সাধন করা সম্ভব। তাই তো সতর্ক ব্রাজিল বস দুঙ্গা। তিনি বলেন, আমাদের চিন্তায় জয় ছাড়া অন্য কিছু নেই। হাইতি হয়ত অনেকটাই দুর্বল, তবু আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। ম্যাচটিতে বাংলাদেশের ছোঁয়াও থাকতে পারে! কিভাবে? হাইতি দলে যে আছেন বাংলাদেশের শেখ জামাল ধানম-ি ও শেখ রাসেলে খেলে যাওয়া সনি নর্দে। এখন পর্যন্ত হাইতি জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা নর্দে প্রথম ম্যাচে সুযোগ না পেলেও ব্রাজিলের বিরুদ্ধে যে খেলবেন না তা বলা যায় না। তিনি যদি মাঠে নামেন সেক্ষেত্রে বাংলাদেশের দর্শকরা বাড়তি শিহরণই অনুভব করবেন। কেননা, ২৬ বছর বয়সী নর্দে যে বাংলাদেশের মাটিতে দুই বছর নিয়মিত খেলেছেন। ২০১৩ সালে শেখ রাসেলে খেলে ১৬ ম্যাচে করেছেন ১৫ গোল। আর ২০১৩-১৪ মৌসুমে শেখ জামালে খেলেছেন। ২৭ ম্যাচে করেছেন ১৬ গোল। ২০১৪ সালে শেখ জামাল ছেড়ে যোগ দেন ভারতীয় ক্লাব মোহন বাগানে। ২০১৫ সাল থেকে ধারে খেলছেন মুম্বাই সিটিতে। এবার অনেকটা ভাঙাচোরা দল নিয়ে শতবর্ষী কোপা আমেরিকা ফুটবলে মিশন শুরু করেছে বিশ্বনন্দিত দল ব্রাজিল। অধিনায়ক নেইমারকে ছাড়া শিরোপা পুনরুদ্ধারের মিশনে এসেছে সাম্বা ছন্দের দেশ। তবে শুধু নেইমার নন, ঘাতক ইনজুরির কারণে আরও একঝাঁক তারকা পাচ্ছেন না কোচ কার্লোস দুঙ্গা। শেষ মুহূর্তে ঝরে পড়েছেন অনেকে। এমনিতেই পিএসজির রক্ষণভাগের তারকা জুটি ডেভিড লুইজ ও থিয়াগো সিলভাকে দলে রাখেননি দুঙ্গা। দলে নেই রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলোও। ডগলাস কোস্টার চোটের কারণে দলে আসা কাকাও চোটে পড়ে ছিটকে গেছেন। কাকার জায়গায় দুঙ্গা দলে নিয়েছেন সাও পাওলোর মিডফিল্ডার পাওলো হেনরিক গানসোকে। চোট ব্রাজিল দল থেকে কেড়ে নিয়েছে বার্সিলোনার মিডফিল্ডার রাফিনহাকেও। তার বদলে দলে জায়গা পেয়েছেন পিএসজির লুকাস মউরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছেন আরেক মিডফিল্ডার লুইস গুস্তাভো। এসবের ফলও ভাল হয়নি। শুরুতেই ধাক্কা খেয়েছে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে দুর্বল প্রতিপক্ষ হাইতির বিরুদ্ধে তারা কি সেটাই দেখার।
×