ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তামিমের অপরাজিত শতকে সুপার লীগে আবাহনী

প্রকাশিত: ০৬:৪৯, ৭ জুন ২০১৬

তামিমের অপরাজিত শতকে সুপার লীগে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) প্রাথমিক রাউন্ডের শেষ ম্যাচের আগেই তামিম ইকবালের কণ্ঠে ঝরছিল প্রত্যয়। তিনি বলছিলেন, ‘আমরা সুপার লীগে অবশ্যই উঠব, এমনকি চ্যাম্পিয়নও হবো।’ অধিনায়কের কণ্ঠে এমন প্রত্যয় ঝরলে সেই দলটি মানসিকভাবে এগিয়ে যায় অনেকখানি। সেটাই ঘটেছে, সব জল্পনা-কল্পনা পেছনে ফেলে সুপার লীগ নিশ্চিত করেছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। সোমবার বিকেএসপিতে বৃষ্টিবিঘিœত ম্যাচে দুর্বল ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৯ উইকেটে বিধ্বস্ত করে তারা। অধিনায়ক তামিম ৮৬ বলে ১০৫ রানের একটি অপরাজিত ঝড়ো শতরানের ইনিংস উপহার দিয়েছেন। ১৪ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে থেকেই সুপার লীগে উঠল তারা। ফতুল্লায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আরেক ম্যাচে শীর্ষে থাকা প্রাইম দোলেশ্বরকে বৃষ্টি আইনে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শেষ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে ৬ নম্বরে থাকায় প্রাইম ব্যাংককে সুপার লীগে ওঠার বিষয়টি নিশ্চিত হতে হবে শেষদিন পর্যন্ত। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রবল বৃষ্টির কারণে কলাবাগান ক্রীড়াচক্র (কেসি) ও কলাবাগান ক্রিকেট একাডেমির (সিএ) ম্যাচটি আজ রিজার্ভ ডে-তে অনুষ্ঠিত হবে। দুর্দান্ত জয়ে সুপার লীগে আবাহনী ॥ অবশেষে আসল তামিমকে দেখা গেল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দেয়ার পর থেকেই চাঙ্গা হয়ে উঠেছে আবাহনী এবং দলের অন্য খেলোয়াড়রা। রেলিগেশনের খপ্পরে পড়তে হবে এমন শঙ্কা সৃষ্টি হওয়া দলটি টানা জিতল ৪ ম্যাচ। ফলে উঠে গেল সুপার লীগে। প্রাথমিক পর্বের একেবারে শেষ ম্যাচে এসে অধিনায়ক তামিম তার স্বরূপে আবির্ভূত হলেন। তিনি ৮৬ বলে ১১ চার ও ৪ ছক্কায় খেলেন ১০৫ রানের দারুণ একটি ইনিংস। এটি চলতি লীগে বাঁহাতি এ ওপেনারের প্রথম শতক। তরুণ নাজমুল হোসেন শান্ত ৭০ বলে ৪ চারে ৫৩ রানের অপরাজিত একটি ইনিংস খেলে সঙ্গ দিয়েছেন তাঁকে। তবে এদিন তামিমের সঙ্গে ওপেনিং করতে নামলেও ভারতীয় ব্যাটসম্যান ইউসুফ পাঠান ব্যর্থ হয়ে ফিরে গেছেন মাত্র ৮ রান করেই। তবে বৃষ্টির কারণে ৩৫ ওভারে দেয়া ১৬৮ রানের টার্গেট মাত্র ২৬.৪ ওভারে ১ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে আবাহনী। বিকেএসপিতে টস জিতে অবশ্য সিসিএসকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আবাহনী। ওপেনিংয়ে নেমে রাজিন সালেহ ১৩৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৯৫ এবং মিডলঅর্ডারে মোহাম্মদ সাইফুদ্দিন ১০২ বলে ১ চারে ৫০ রানের দুটি অর্ধশতক উপহার দিয়েছিলেন। এরপরও বেশিদূর যেতে পারেনি সিসিএস। ৫০ ওভারে ২০৫ রানেই থেমে যায় তাদের ইনিংস। দারুণ বোলিং করে সাকিব ৩৫ রানে ৩টি, তাসকিন আহমেদ ২২ রানে ২টি উইকেট নেন। এ জয়ে আবাহনী ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দোলেশ্বরের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করেই সুপার লীগে উঠেছে আপাতত। সাব্বির-উন্মুক্ত জিইয়ে রাখলেন প্রাইম ব্যাংকের স্বপ্ন ॥ চলতি প্রিমিয়ার লীগের শীর্ষ দলকে শেষ পর্যন্ত হারিয়েই দিল প্রাইম ব্যাংক। ৭ উইকেটের বড় জয়ে দারুণ ভূমিকা রেখেছেন সাব্বির রহমান রুম্মান ও ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদ। এদের হার না মানা জোড়া অর্ধশতকে ৩১.৩ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান তুলে জয় ছিনিয়ে নেয় প্রাইম ব্যাংক। সাব্বির ৫৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬২ ও উন্মুক্ত ৭৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৫৯ রান করে অপরাজিত থাকেন। দোলেশ্বরের বিপর্যস্ত ব্যাটিং শেষে বৃষ্টির হানার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৬ ওভারে ১৬৫ রানের মামুলি টার্গেট দেয়া হয়েছিল প্রাইম ব্যাংককে। রুবেল হোসেন, মনির হোসেন ও মোহাম্মদ আজিমের বিধ্বংসী বোলিংয়ে ৪৭.৪ ওভারে মাত্র ১৮৮ রানেই গুটিয়ে যায় দোলেশ্বর। রকিবুল হাসান ৭৫ বলে সর্বোচ্চ ৪৪ এবং ৭ নম্বরে নেমে রনি তালুকদার ৩৬ বলে ৩৩ ও ইমতিয়াজ হোসেন ৩২ রানের ইনিংস খেলে দলকে বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন। মনির ও আজিম তিনটি করে উইকেট নেন। ফতুল্লায় সোমবার এ জয়ের ফলে প্রাথমিক পর্ব শেষে প্রাইম ব্যাংক ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখনও আশায় থাকল। শেষ ম্যাচে মোহামেডান, রূপগঞ্জ ও ভিক্টোরিয়া জিতলে আর কোন সমস্যা থাকবে না সুপার লীগে ওঠার ক্ষেত্রে। এর উল্টোটা ঘটলেই বাদ পড়ে যেতে পারে প্রাইম ব্যাংক। মাশরাফি ঝড়ের পর বৃষ্টিতে পেছাল দুই কলাবাগানের ম্যাচ ॥ মিরপুরে বল হাতে ঝলসে উঠেছিলেন মাশরাফি বিন মর্তুজা। কলাবাগান কেসির জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কলাবাগান সিএ তার দুরন্ত বোলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে। ৭ ওভারে ৩ মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে দুই উইকেট তুলে নেন মাশরাফি। ১৪.২ ওভারে ৪ উইকেটে ৩৫ রান তোলা কলাবাগান সিএ আপাতত বেঁচে গেছে বৃষ্টির দাপটে খেলা না হওয়াতে। আজ হবে ম্যাচটি। উল্লেখ্য, এ ম্যাচে ভালভাবে জিততে পারলে সুপার লীগে ওঠার শেষ একটা স্বপ্ন বেঁচে থাকবে মাশরাফির কলাবাগান কেসির। স্কোর ॥ আবাহনী লিমিটেড-ক্রিকেট কোচিং স্কুল ম্যাচ ॥ বিকেএসপি সিসিএস ইনিংস- ২০৫/১০; ৫০ ওভার (রাজিন ৯৫, সাইফুদ্দিন ৫০, সালমান ১৬; সাকিব ৩/৩৫, তাসকিন ২/২২, আবুল ২/৩০, মোসাদ্দেক ২/৩৮)। আবাহনীÑ (বৃষ্টি আইনে টার্গেট ৩৫ ওভারে ১৬৮) ১৭০/১; ২৬.৪ ওভার (তামিম ১০৫*, শান্ত ৫৩*, পাঠান ৮; নাজমুস ১/১৬)। ফল ॥ বৃষ্টি আইনে ৯ উইকেটে জয়ী আবাহনী। ম্যাচসেরা ॥ তামিম ইকবাল (আবাহনী)। প্রাইম দোলেশ্বর-প্রাইম ব্যাংক ম্যাচ ॥ ফতুল্লা দোলেশ্বর ইনিংসÑ ১৮৮/১০; ৪৭.৪ ওভার (রকিবুল ৪৪, রনি ৩৩, ইমতিয়াজ ৩২, সানজামুল ২০; আজিম ৩/২৮, মনির ৩/৩১, শুভাগত ২/৩৪, রুবেল ২/৩৯)। প্রাইম ব্যাংক ইনিংসÑ (বৃষ্টি আইনে টার্গেটÑ ৩৬ ওভারে ১৬৫) ১৬৫/৩; ৩১.৩ ওভার (সাব্বির ৬২*, উন্মুক্ত ৫৯*, শানাজ ২২; রাহাতুল ২/৩৭)। ফল ॥ বৃষ্টি আইনে ৭ উইকেটে জয়ী প্রাইম ব্যাংক। ম্যাচসেরা ॥ সাব্বির রহমান (প্রাইম ব্যাংক)। কলাবাগান কেসি-কলাবাগান সিএ ম্যাচ ॥ মিরপুর কলাবাগান সিএ ইনিংসÑ ৩৫/৪; ১৪.২ ওভার (মাইশুকুর ১৭, মাহমুদুল ৮; মাশরাফি ২/১৩)। *অসমাপ্ত, আজ রিজার্ভ ডে-তে খেলার বাকি অংশ অনুষ্ঠিত হবে।
×