ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুয়ের্তোরিকো প্রাইমারিতে জয়ী হিলারি

আজ ক্যালিফোর্নিয়াসহ ছয় অঙ্গরাজ্যে ভোট

প্রকাশিত: ০৩:৫৫, ৭ জুন ২০১৬

আজ ক্যালিফোর্নিয়াসহ ছয় অঙ্গরাজ্যে ভোট

দলীয় মনোনয়ন নিশ্চিত করার পথে রয়েছেন হিলারি ক্লিনটন। নবেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যটিক পার্টির মনোনয়ন দৌড়ে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারস থেকে তিনি অনেকটাই এগিয়ে। মঙ্গলবার জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় প্রাইমারি এখন তার সামনে একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। মনোনয়ন নিশ্চিত হলে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। খবর এএফপি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রবিবার পুয়ের্তোরিকো দ্বীপাঞ্চল থেকে প্রাইমারির জয় প্রায় নিশ্চিত করেছেন। ভার্জিন আইল্যান্ডসে জয়লাভের পর হিলারির জন্য এটি টানা দ্বিতীয় জয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬২.৫ শতাংশ ভোট পেয়ে হিলারি এগিয়ে রয়েছেন এবং বার্নি স্যান্ডারস পেয়েছেন ৩৭. ১ শতাংশ ভোট। এই অঞ্চলের জন্য নির্ধারিত মোট ৬০ জন ডেলিগেটের ৩১ জনই হিলারিকে সমর্থন করেছেন। পুয়ের্তোরিকোর জনগণ অবশ্য প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন না। তবে বাছাইপর্বের নির্বাচনে তাদের অংশ নেয়ার অধিকার রয়েছে। প্রাথমিক বাছাইপর্বে বিজয়ের ফলে দলীয় মনোনয়ন পেতে হিলারির আর মাত্র ২৯ জন ডেলিগেটের সমর্থন দরকার। মঙ্গলবার ক্যালিফোর্নিয়া, নিউজার্সিসহ মোট ছয়টি অঙ্গরাজ্যে ভোট নেয়া হবে। অনেকে আশা করছেন এতে হিলারির মনোনয়ন নিশ্চিত হবে। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় জয় পেলে সেটি একদিকে তার জন্য যেমন ১৬ বছর পর হোয়াইট হাউসে প্রবেশের পথ প্রশস্ত করবে তেমনি প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিজের জায়গা করে নেবেন। এবারের নির্বাচনে তার প্রতিপক্ষ হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনিও ভিন্ন ধারার প্রচারাভিযানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। সম্প্রতি বেশ কয়েকটি প্রাইমারিতে জয় পাওয়ার পর হিলারি ক্যালিফোর্নিয়া নিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। ক্যালিফোর্নিয়া থেকে সিএনএনকে দেয়া সাক্ষাতকারে হিলারি বলেছেন, ‘ক্যালিফোর্নিয়ায় জিততে পারলে পার্টিতে ঐক্য ফিরিয়ে আনার জন্য আমি কাজ শুরু করব। আমি আশাকরি সিনেটর স্যান্ডারসও তাই করবেন।’ কিন্তু ক্যালিফোর্নিয়ায় হেরে গেলে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকলেও বিপাকে পড়তে পারেন হিলারি। তখন পার্টির ভেতরে নিজের পক্ষে জনমত ধরে রাখা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে অনেকটা পিছিয়ে থেকেও সামনে অগ্রসরের সুযোগ পেয়ে যাবেন স্যান্ডারস। স্যান্ডারস নিজেকে একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দিয়ে থাকেন। প্রাইমারি পর্ব শেষ হওয়ার পর দলীয় কনভেনশনে নমিনেশন চূড়ান্ত হবে। সেখানে সুপার ডেলিগেটরা ভোট দেবেন। তারা পার্টির শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারণকারী অংশ। তারা স্বাধীনভাবে ভোট দিয়ে থাকেন।
×