ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে মুখোমুখি সেরেনা-মুগুরুজা

প্রকাশিত: ০৫:৩১, ৪ জুন ২০১৬

ফাইনালে মুখোমুখি সেরেনা-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। এবারও দুর্দান্ত আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। শুক্রবার দারুণ জয়েই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন তিনি। সেমিফাইনালে সেরেনা উইলিয়ামস ৭-৬ (৯/৭) এবং ৬-৪ সেটে কিকি বার্টেন্সকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের টিকেট নিশ্চিত করেন। শিরোপা জয়ের লড়াইয়ে তার প্রতিপক্ষ আজ গারবিন মুগুরুজা। দিনের প্রথম সেমিফাইনালে এদিন স্প্যানিশ টেনিস তারকা মুগুরুজা ৬-২ এবং ৬-৪ সেটে রীতিমতো উড়িয়েই দেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে। সেইসঙ্গে ১৬ বছরের মধ্যে প্রথম স্প্যানিশ খেলোয়াড় হিসেবে রোঁলা গ্যাঁরোর ফাইনালে ওঠেন মুগুরুজা। আর মাত্র একটি গ্র্যান্ডসøাম জিততে পারলেই নতুন এক রেকর্ড গড়বেন সেরেনা উইলিয়ামস। টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২২ গ্র্যান্ডসøাম জয়ী স্টেফি গ্রাফের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। আজই হয়তো সেটা করে ফেলবেন সেরেনা। তবে প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা মুগুরুজা। দেড় দশকেরও বেশি সময় পর স্প্যানিশ খেলোয়াড় হিসেবে রোঁলা গ্যাঁরোর ফাইনালে ওঠেন তিনি। তার আগে ২০০০ সালে স্পেনের শেষ খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন কোনচিতা মার্টিনেজ। আর ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন স্পেনের আরাঞ্চা সানচেজ ভিকারিও।
×