ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের শুরুর মিশনে প্রতিপক্ষ ইকুয়েডর

প্রকাশিত: ০৫:৩০, ৪ জুন ২০১৬

ব্রাজিলের শুরুর মিশনে প্রতিপক্ষ ইকুয়েডর

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকটা ভাঙ্গাচোরা দল নিয়ে শতবর্ষী কোপা আমেরিকা ফুটবলে মিশন শুরুর অপেক্ষায় বিশ্বনন্দিত দল ব্রাজিল। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাদেশ সময় রবিবার সকাল ৮টায় নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা ইকুয়েডরের বিরুদ্ধে। ‘বি’ গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্যাসাডেনার রোজ বোলে। অধিনায়ক নেইমারকে ছাড়া শিরোপা পুনরুদ্ধারের মিশনে এসেছে সাম্বা ছন্দের দেশ। তবে শুধু নেইমার নন, ঘাতক ইনজুরির কারণে আরও একঝাঁক তারকা পাচ্ছেন না কোচ কার্লোস দুঙ্গা। শেষ মুহূর্তে ঝরে পড়েছেন অনেকে। এমনিতেই পিএসজির রক্ষণভাগের তারকা জুটি ডেভিড লুইজ ও থিয়াগো সিলভাকে দলে রাখেননি দুঙ্গা। দলে নেই রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলোও। নেইমার না থাকায় অধিনায়কের বাহুবন্ধনী পেতে পারেন ইন্টার মিলানের সেন্টার ব্যাক মিরান্ডা। ডগলাস কোস্টার চোটের কারণে, দলে আসা কাকাও চোটে পড়ে ছিটকে গেছেন। কাকার জায়গায় দুঙ্গা দলে নিয়েছেন সাও পাওলোর মিডফিল্ডার পাওলো হেনরিক গানসোকে। চোট ব্রাজিল দল থেকে কেড়ে নিয়েছে বার্সিলোনার মিডফিল্ডার রাফিনহাকেও। তার বদলে দলে জায়গা পেয়েছেন পিএসজির লুকাস মউরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছেন আরেক মিডফিল্ডার লুইস গুস্তাভো। উলফসবার্গের এই মিডফিল্ডারের সরে দাঁড়ানোর অনুরোধ বৃহস্পতিবার মেনে নেয় ব্রাজিল জাতীয় দলের টেকনিক্যাল কমিটি। ২৮ বছর বয়সী গুস্তাভোর বদলে দুঙ্গা দলে নিয়েছেন ব্রাজিলের হয়ে এখনও কোন ম্যাচ না খেলা গ্রেমিও’র মিডফিল্ডার ওয়ালাসেকে। এছাড়া চোটের কারণে আগেই দল থেকে ছিটকে পড়েন রিকার্ডো অলিভেইরা ও গোলরক্ষক এডেরসন। এমন ভঙ্গুর দল নিয়ে ব্রাজিল কি করবে সেটা নিয়ে অনেকেই সন্দিহান। তবে ইতিহাসের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, আধুনিক যুগে ভাঙ্গাচোরা বা দ্বিতীয় সারির দল নিয়েই কোপায় তাক লাগানো সাফল্য পেয়েছে ব্রাজিল। ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি কোপা ফুটবল আসরে চারবারই শিরোপা জিতেছে পেলের দেশ। ওই সময় প্রতিটি আসরেই দ্বিতীয় সারির দল খেলায় সেলেসাওরা। এ কারণে এবারও স্বপ্ন বুনছে ব্রাজিল। চিলিতে অনুষ্ঠিত গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া দলটি ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে বেশ সমস্যায় আছে। ৬টি করে ম্যাচ শেষে ব্রাজিলের অবস্থান ৬ নম্বরে। অথচ সরাসরি ৪ দল বিশ্বকাপ খেলার টিকেট পাবে এবং পঞ্চম অবস্থানে থাকা দলটি প্লে-অফ খেলার সুযোগ পাবে। এ দুটি অবস্থানেই নেই সেলেসাওরা। প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডরের বিরুদ্ধে রেকর্ডে অনেক এগিয়ে আছে ব্রাজিল। তবে বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে থাকা ইকুয়েডর ছেড়ে কথা বলবে না বলেই ঘোষণা দিয়েছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডর প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত থেকে এককভাবে শীর্ষে ছিল। ছয় নম্বর ম্যাচে কলম্বিয়ার কাছে হারলেও এখনও তারা যুগ্মভাবে শীর্ষে আছে। যেখানে ব্রাজিল ছয় নম্বরে। ম্যাচটি তাই উইলিয়ান, হাল্ক, ফ্যাবিয়ানোদের জন্য চালেঞ্জের। ২০০৭ সালে ভেনিজুয়েলায় অনুষ্ঠিত আসরে দুঙ্গার অধীনেই আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবারও তেমন কিছু করার স্বপ্ন বুনছেন ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী তারকা। এ প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, এখানে থাকা সব খেলোয়াড়ই প্রধান চরিত্র হতে পারে। এটা তাদের ওপর নির্ভর করে। ফুটবলে আমরা সব সময় মনে করি, ফরোয়ার্ডের খেলোয়াড়রাই প্রধান চরিত্র এবং গোলগুলো করে। কিন্তু তাদের মধ্যে অনেকেরই নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ আছে। আশা করছি যারা সুযোগ পাচ্ছে তারা কাজে লাগাতে পারবে। দুঙ্গা আরও বলেন, ব্রাজিল এমন একটি দল যারা কখনও নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নির্ভর করে না। এই দলটিতে সবারই সক্ষমতা আছে সেরাটা দেয়ার। আশা করছি আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
×