ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিদেশী বোতলে ভেজাল মদ, কারখানার মালিকের দণ্ড

প্রকাশিত: ০৮:৫৮, ৩ জুন ২০১৬

বিদেশী বোতলে ভেজাল মদ, কারখানার মালিকের দণ্ড

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার কাপ্তানবাজারে বিদেশী ব্র্যান্ডের নকল বিয়ার ও হুইস্কি তৈরির ভেজাল কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল মদ ও বিদেশী মদের পাঁচ হাজার খালি বোতল জব্দ করা হয়েছে। পরে কারখানার মালিক রাসেল গাজীকে (২৭) দুই বছরের কারাদ- প্রদান করা হয়েছে। র‌্যাব জানায়, চকচকে বিদেশী বোতল, কিন্তু ভেতরে ভরা হতো ভেজাল দেশী মদ। তিন বছর ধরে পুরান ঢাকার কাপ্তানবাজার এলাকার ১১০ নম্বর বিসিসি রোডের চারতলা ভবনের তিনতলায় একটি কারখানায় এভাবে বোতলজাত করে এসব মদ বিক্রি করা হতো রাজধানীর অভিজাত এলাকার হোটেল ও বারগুলোতে। বুধবার রাত ১২টার দিকে চারতলা ভবনের তিনতলায় অভিযান চালায় র‌্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত। সেখানে প্রবেশ করে ভ্রাম্যমাণ দলটি দেখতে পায়, চার কক্ষবিশিষ্ট বাসাটির তিনটি কক্ষেই শতাধিক বস্তায় প্রায় সাড়ে পাঁচ হাজার বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার ও হুইস্কির খালি বোতল ভর্তি রয়েছে। প্রায় দুই ঘণ্টা চলে অভিযান। একটি কক্ষে এসব খালি বোতলে ভর্তি করা হচ্ছে এ্যালকোহল। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষয়ে জানতে চাইলে এর মালিক মোঃ রাসেল জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বার ও হোটেল থেকে এসব খালি বোতল সংগ্রহ করা হতো। পরে তা পরিষ্কার করে বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধ প্রস্ততকারীর নিকট থেকে ক্রয়কৃত এ্যালকোহল বোতলে ভর্তি করা হয়। তার পর স্থানীয় প্রেসে ছাপানো বিভিন্ন ধরনের বিদেশী ব্র্যান্ডের নকল মোড়ক সেঁটে দেয়া হয়।
×