ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্রান্স ও জার্মানিতে বন্যা, ২৪ শহর প্লাবিত

প্রকাশিত: ০৩:৪২, ৩ জুন ২০১৬

ফ্রান্স ও জার্মানিতে বন্যা, ২৪ শহর প্লাবিত

ফ্রান্স ও জার্মানিতে বন্যায় অন্ততপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির বুধবার বাভ্যারিয়ান শহর সিমবাখ এ্যাম ইনে একটি বাড়িতে আটকাপড়া অবস্থায় তিনব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। কাছেই পানির একটি প্রবাহে অপর এক নারীর মৃতদেহ পাওয়া যায়। ফ্রান্সের মধ্যাঞ্চলে ৮৬ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। দেশ দুটির ২৪টিরও বেশি শহর প্লাবিত হয়েছে। আটকেপড়াদের হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আরও কয়েকদিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। বন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সে প্যারিসের কাছের শহর নিমোরস শহর খালি করে ফেলা হয়েছে। গ্রীষ্মে কালো না সবুজ চা গ্রীষ্মের গরমে কোন্ চা ভাল? কালো চা (ব্ল্যাক টি), নাকি সবুজ চা (গ্রীন টি)। দুটিই ক্যামেলিয়া সাইনেনসিস পাতা থেকে পাওয়া গেলেও প্রক্রিয়াজাত পদ্ধতির কারণে এদের মধ্যে পার্থক্য রয়েছে। সবুজ চায়ে গাঁজন করা হয় না। আর কালো চা গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়। চীনের লোকজ চিকিৎসাবিদ্যা অনুযায়ী, গাঁজন না করার কারণে সবুজ চা গ্রীষ্মের জন্য বেশি উপযোগী। সবুজ চায়ে থাকা উপাদান শরীর থেকে গরম ও বিষাক্ত পদার্থ বের করে হৃৎপি-কে শক্তিশালী করে। -জি নিউজ ওয়াশিং মেশিনে মাথা ঢুকিয়ে ওয়াশিং মেশিনে সমস্যা দেখা দেয়ায় এক ব্যক্তি সেটির মধ্যে মাথা ঢুকিয়ে তা ঠিক করতে চেয়েছিলেন। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। মেশিনের মধ্যে আটকে যায় ওই ব্যক্তির মাথা। সম্প্রতি চীনের ফুজিয়ান প্রদেশে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৪০ মিনিট ধরে চেষ্টা করে ওয়াশিং মেশিন ভেঙ্গে ওই ব্যক্তিকে মুক্ত করেন। -টাইমস অব ইন্ডিয়া
×