ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাখির আবাস সংরক্ষণে

প্রকাশিত: ০৪:০৬, ৩০ মে ২০১৬

পাখির আবাস সংরক্ষণে

অপরিকল্পিত নগরায়ন ও পরিবেশ দূষণের প্রভাবে বিশ্বে অন্যান্য প্রাণীদের মতো পাখির আবাস এলাকাও সঙ্কুচিত হচ্ছে। পাখির আবাস এলাকা সংরক্ষণে তাইপের গুয়ান্দু নেচার পার্কে এখন চলছে মনিটরিং এভিয়ান প্রোডাক্টিভিটি এ্যান্ড সার্ভাইভারশিপ কর্মসূচী। কর্মসূচীর অংশ হিসেবে সাদা চোখ বিশিষ্ট জাপানের জস্টারোপস জাপোনিকাস প্রজাতির ক্ষুদ্র পাখির অবস্থা পর্যবেক্ষণ করছেন সংরক্ষণ কর্মীরা। তাদের বিশেষ এই পদ্ধতিতে পক্ষীআবাস পর্যবেক্ষণের জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে। -এএফপি
×