ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কব্জির ইনজুরিতে নাম প্রত্যাহার নাদালের

প্রকাশিত: ০৬:৩৪, ২৯ মে ২০১৬

কব্জির ইনজুরিতে নাম প্রত্যাহার নাদালের

স্পোর্টস রিপোর্টার ॥ টানা পাঁচবার, আর ১১ বছরে ৯ বারই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। এবারও নিশ্চিতভাবেই অন্যতম ফেবারিট ছিলেন ক্লে কোর্টের অবিসংবাদিত রাজা হিসেবে বিবেচিত সাবেক এ বিশ্বসেরা। এগিয়ে যাচ্ছিলেন দুর্দান্ত গতিতে আরেকটি ফরাসী ওপেন হাতে তোলার অভিযানে। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ইনজুরি। কব্জির সমস্যায় তৃতীয় পর্ব থেকেই নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন তিনি। এবার অবশ্য নাদালের সঙ্গে বর্তমান বিশ্বসেরা অপ্রতিরোধ্য সার্বিয়ান সেনসেশন নোভাক জোকোভিচের লড়াই দেখতে মুখিয়ে ছিলেন সবাই। সেমিফাইনালেই বিদায় নিতে হতো একজনকে। ফ্রেঞ্চ ওপেনের অজেয় নাদাল না থাকায় সে কারণে রাস্তা পরিষ্কার হয়ে গেল জোকোভিচের। দ্বিতীয় রাউন্ডে গ্র্যান্ডসøাম ক্যারিয়ারের ২০০তম ম্যাচ জেতেন নাদাল। বিশ্বের অষ্টম টেনিস খেলোয়াড় হিসেবে সেই গৌরবময় কীর্তি দেখান তিনি। তৃতীয় পর্বে স্বদেশী অবাছাই মারসেল গ্রানোলার্সের বিরুদ্ধে কোর্টে নামার কথা ছিল নাদালের। কিন্তু এর পরিবর্তে তিনি হুট করেই সংবাদ সম্মেলনে হাজির হন এবং ঘোষণা দেন চলতি ফ্রেঞ্চ ওপেনে আর খেলা হচ্ছে না তার। কারণ কব্জির ইনজুরি। ফলে তৃতীয় পর্বে কোন প্রতিযোগিতা না করেই শেষ ষোলোয় উঠলেন গ্রানোলার্স। নাদালের এই হঠাৎ চলে যাওয়াতে হতাশা প্রকাশ করেছেন সাবেক টেনিস গ্রেটরা। মার্টিনা নাভ্রাতিলোভা টুইটারে লিখেছেন, ‘এটা একেবারেই দুঃখজনক, দুঃখিত রাফাÑ দ্রুতই ভাল হয়ে ওঠো!’ সাবেক ব্রিটিশ তারকা লরা রবসন লিখেছেন, ‘দুর্বল স্বাস্থ্যের রাফা! আমার মনে হয় কব্জির ইনজুরিগুলো সবকিছুই শুষে নেয় (টেনিসে) এটা সবাই সম্মত হবে।’ এছাড়া ফরাসী ওপেনে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যেও একটা হতাশা ভর করেছে। যুক্তরাষ্ট্রের জন ইসনার, ফরাসী তারকা নাদালের পরম বন্ধু রিচার্ড গ্যাসকুয়েট দুঃখপ্রকাশ করেছেন। আর রজার ফেদেরার ও পিট সাম্প্রাসের সাবেক কোচ পল এ্যানাকোন টুইটারে লিখেছেন, ‘নিষ্ঠুর খবর! এই ইভেন্টের বড় ক্ষতি হয়ে গেল, ভাল হয়ে ওঠো!’ নাদালের এই অযাচিত বিদায়ে সবচেয়ে বড় উপকৃত হয়েছেন জোকোভিচ। যদিও সাম্প্রতিক সময়ের লড়াইগুলোতে নাদালের বিরুদ্ধে এ সার্বিয়ানই জিতেছেন। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের হিসেবটা ভিন্ন। ২০০৫ থেকে শুরু করে ২০১৪ পর্যন্ত নাদাল শিরোপাশূন্য থেকেছেন শুধু ২০০৯ সালের আসরটিতে। এছাড়া তাকে ঠেকানো যায়নি। এবার জোকোভিচের জন্য প্রথম ফ্রেঞ্চ ওপেন জেতার সুযোগটা বেড়ে গেল। কারণ আসর শুরুর আগেই আরেক বড় প্রতিদ্বন্দ্বী সুইস তারকা রজার ফেদেরার নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার নাদালও নেই। সেমিতে তারই মোকাবেলায় নামতে হতো জোকোভিচকে। বাকি তিনটি গ্র্যান্ডসøাম একাধিকবার জিতলেও ফরাসী ওপেন জিততে পারেননি বিশ্বের এ এক নম্বর তারকা। ২০১২, ২০১৪ ও ২০১৫ সালের ফাইনাল খেলে রানার্সআপ হয়েছেন। এবার জিততে পারলে টেনিস ইতিহাসের মাত্র অষ্টম খেলোয়াড় হিসেবে সবগুলো গ্র্যান্ডসøামে শিরোপা জয়ের কৃতিত্ব দেখাবেন জোকোভিচ।
×