ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যশোরে সাত নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

প্রকাশিত: ০৪:১৭, ২৮ মে ২০১৬

যশোরে সাত নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শুক্রবার ব্যতিক্রমী আয়োজনে সাত নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ যশোরের উদ্যোগে স্থানীয় বাঁচতে শেখা মিলনায়তনে অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শতাধিক মুক্তিযোদ্ধার উপস্থিতিতে স্মৃতিকাতর হন নারী মুক্তিযোদ্ধারা। স্মৃতি রোমান্থন করে তারা তুলে ধরেন একাত্তরের উত্তাল দিনগুলোর কথা। রণাঙ্গনের রক্তাক্ত স্মৃতির পাশাপাশি যুদ্ধজয়ের আনন্দের বর্ণনায় তারা আবেগতাড়িত ও অশ্রুসিক্ত হন। সংবর্ধিত নারী মুক্তিযোদ্ধারা হলেন, রওশন জাহান সাথী, রোকেয়া সুলতানা রাকা, সালেহা বেগম, মাহমুদা বেগম, ফিরোজা খানম, মমতাজ বেগম মম ও মীরা রাণী সরকার। ’৭১-এর অগ্নিঝরা দিনগুলোতে সশস্র মুক্তিযোদ্ধাদের সঙ্গে দীপ্ত পদভরে যে সকল মায়েরা বোনেরা স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছিলেন তাদের সকলকে শ্রদ্ধা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ যশোরের সভাপতি একরাম উদদ্দৌলা। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুস শহীদ লাল, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ডক্টর আঞ্জেলা গমেজ। নারী মুক্তিযোদ্ধাদের জীবনী পাঠ করেন মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়।
×