ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে শিশু একাডেমীর সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ১৯:৫৮, ২৫ মে ২০১৬

বাগেরহাটে শিশু একাডেমীর সাংস্কৃতিক উৎসব

স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ বাগেরহাটে শিশু একাডেমীর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলার তিনটি উপজেলার ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এই সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার দাস, বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারন সম্পাদ মীর ফজলে সাঈদ ডাবলু, শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শুদ্ধ সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহনে এগিয়ে আশার আহবান জানান। বাগেরহাট জেলা সদরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দশানী বালিকা বিদ্যালয়, চিতলমারী উপজেলার চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয় ও মোড়েলগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংস্কৃতিক উৎসবে সংগীত, কবিতা ও নৃত্যসহ সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে অংশ নেয়। পরে বিভিন্ন বিভাগে অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
×