ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেনিয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ৩

প্রকাশিত: ১৯:২০, ২৪ মে ২০১৬

কেনিয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ৩

অনলাইন ডেস্ক॥ কেনিয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশটির বেশ কয়েকটি শহরে প্রতিবাদ হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কেনিয়ার পশ্চিমাঞ্চলে সহিংসতায় অন্তত তিন জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নাইরোবিতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের চারপাশে দাঙ্গা পুলিশ একটি বেষ্টনী তৈরি করে। সর্বশেষ সোমবার দুপুরের পর সেখানে বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে ভয় দেখিয়ে থামিয়ে দেয়া হয়। বিক্ষোভটি সপ্তাহখানেক ধরে চলছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করায় বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের প্রাঙ্গণ পৌছাতে ব্যর্থ হয়।
×