ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দশমিনার খালে বিশাল আকৃতির ডলফিন

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ মে ২০১৬

দশমিনার খালে বিশাল আকৃতির ডলফিন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ও বাউফল, ২৩ মে ॥ পটুয়াখালীর দশমিনা উপজেলার একটি খালে জেলেদের জালে বিরল প্রজাতির বিশাল আকৃতির একটি ডলফিন ধরা পড়েছে। মাছটি উপজেলা সদরে নিয়ে এলে হাজার হাজার মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমায়। স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, সোমবার ভোরে কালাইয়া দশমিনা সংযোগ খালের বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ জোড়াপুল এলাকায় স্থানীয় জেলে নাসির সরদার ও তার সঙ্গীদের ধর্ম জালে প্রায় ৯ ফুট লম্বা সাড়ে ৯ মন ওজনের বিরল প্রজাতির ডলফিনটি আটকা পড়ে। এ সময় জেলেরা ভয়ে জাল ছেড়ে দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে স্থানীয় মানুষ লাঠি সরকি নিয়ে খালপাড়ে এসে জড়ো হয়। পরে জেলেরা কৌশলে ডলফিনটিকে দুর্বল করে টেনে ডাঙ্গায় তোলে। ততক্ষণে ডলফিনটি মারা যায়। পরে সেটি একটি ভ্যানে করে দশমিনা উপজেলা সদরে নিয়ে আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম ও থানার এস আই রুহুল আমীন গিয়ে ডলফিনটি বাড়িতে নিয়ে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে তেতুলিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পথ ভূল করে ডলফিনটি সরু খালে ঢুকে পড়েছে। খালের পানি কমে আসায় ডলফিনটি আর নদীতে ফিরে যেতে পারেনি। তিনি জানান, এখনও এরকম অনেক ডলফিন ঐ খালের সংযোগ স্থল তেঁতুলিয়া নদীতে দেখা যায়।
×