ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাজেটে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে সুবিধা চান উদ্যোক্তারা

প্রকাশিত: ০৪:২৩, ২৪ মে ২০১৬

বাজেটে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে সুবিধা চান উদ্যোক্তারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে আসন্ন বাজেটে স্তর ভেদে ভ্যাট আরোপ ও দক্ষ জনবল গড়তে প্রশিক্ষণ বাড়ানো এবং সহজে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। আর উদ্যোক্তাদের দাবি অনুযায়ী এ খাতের জন্য বিশেষ অঞ্চল গড়ে তোলার পরামর্শ অর্থনীতিবিদদের। রাজধানীসহ সারাদেশেই গড়ে উঠেছে ক্ষুদ্র ও মাঝারি খাতের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের কারখানা। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ২০১৫ সালে এ খাতের রফতানি আয় প্রায় তিন হাজার কোটি টাকা। যা ১০ বছরের ব্যবধানে প্রায় তিন গুণ। কিন্তু এ শিল্পের সম্প্রসারণে আর্থিকভাবে সহযোগিতা না পাওয়া, ব্যাংক ঋণে সুদ হার বেশি এবং কাঁচামাল আমদানিতে কর বেশি থাকার অভিযোগ ব্যবসায়ীদের। আসন্ন বাজেটে সমান করের হার নির্ধারণ করা হলে ক্ষতিগ্রস্ত হবেন এ খাতের নতুন উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাই স্তরভেদে এ হার নির্ধারণের দাবি তাদের। বিসিক কর্তৃক স্বল্প পরিসরে কিছু জায়গা দেয়া হলেও তা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেয়া হয় না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তাই এ খাতের উন্নয়নে সরকারকে বিশেষায়িত অঞ্চল গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। দেশব্যাপী ছোট-বড় লাইট ইঞ্জিনিয়ারিং কারখানার সংখ্যা প্রায় ৪০ হাজার। আর এসব কারখানায় নিয়োজিত আছে ৮ লাখ শ্রমিক। বিমান অফিসার্স এ্যাসোসিয়েশনের (বোয়া) নির্বাচন অনুষ্ঠিত বিমান অফিসার্স এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্প্রতি ২০১৬ প্রধান কার্যালয়সহ বিমানের সকল স্থাপনায় একযোগে অনুষ্ঠিত হয়। ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও মহাসচিব পদে যথাক্রমে নূরুল ইসলাম হাওলাদার ও মোঃ জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। আগামী ৩ বছরের জন্য বিমান অফিসার্স এ্যাসোসিয়েশন (বোয়া) কার্যনির্বাহী পরিষদে নিম্নবর্ণিত কর্মকর্তাগণ নির্বাচিত হয়েছেন : নূরুল ইসলাম হাওলাদার-সভাপতি, মোঃ জাকির হোসেন-মহাসচিব, মোঃ আবু তাহের- সিনিয়র সহ-সভাপতি, খন্দকার শহীদুল হক- সহ-সভাপতি, মোঃ আব্দুল মতিন- সহ-সভাপতি, একেএম ফজলুল হক-সহকারী মহাসচিব, অরুন কুমার বিশ্বাস-সহকারী মহাসচিব, ফারুক আহমেদ-সাংগঠনিক সম্পাদক, মোঃ আবু তাহের-অর্থ সম্পাদক, আবু সাইদ মোহাম্মদ সালাউদ্দিন- সাংস্কৃতিক সম্পাদক, মোঃ ফারুক আলম -সাহিত্য সম্পাদক, মোঃ জাকির হোসেন-কল্যাণ সম্পাদক, তালুকদার মিজানুর রহমান- দফতর সম্পাদক, মোঃ তারেক মাহমুদ-ধর্মবিষয়ক সম্পাদক, পারভিন হোসেন-নির্বাহী সদস্য, মাহবুব-আল-হাছান- নির্বাহী সদস্য, মোঃ মহিদুল ইসলাম-নির্বাহী সদস্য। -বিজ্ঞপ্তি
×