ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম

প্রকাশিত: ০৪:২১, ২৪ মে ২০১৬

সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক নির্বাচিত হলেন বিকে ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব) এমদাদুল ইসলাম। তিনি তার প্রতিদ্বন্দ্বী আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনকে ৩৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সিএসই সূত্র জানিয়েছে, মোট ভোট পড়ে ৭৪টি। এর মধ্যে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমদাদুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মহিউদ্দিন পেয়েছেন ২০ ভোট। নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। নেতিবাচক বাজারকে ইতিবাচক করতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। -অর্থনৈতিক রিপোর্টার ইস্টার্ন হাউজিংয়ের ইপিএস বেড়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানি আয় করেছিল ১ টাকা ৫৯ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির গত ৯ মাসের (আগস্ট,১৫-এপ্রিল,১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এই তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৩ মাসে (ফেব্রুয়ারি,১৬-এপ্রিল,১৬) কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৬ পয়সা। আগের বছর একই সময় এর পরিমাণ ছিল ৭৪ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×