ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন

রোহিঙ্গা সমস্যা সমাধানে ‘সময়’ চান সুচি

প্রকাশিত: ০৩:৩৫, ২৪ মে ২০১৬

রোহিঙ্গা সমস্যা সমাধানে ‘সময়’ চান সুচি

রোহিঙ্গা ইস্যু সমাধানে ‘সময়’ চেয়েছেন মিয়ানমারের দৃশ্যত প্রকৃত নেতা ও পররাষ্ট্রমন্ত্রী আউং সান সুচি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকের পর রাজধানী নেপিডোতে এক যৌথ সংবাদ সম্মেলনে সুচি এ কথা বলেন। বৈঠকে কেরি মিয়ানমারে ২র নেতাকে দেশটির মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের দিকে জোর দেয়ার আহ্বান জানান। খবর বিবিসির। ২০১২ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের সঙ্গে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের দাঙ্গা শুরু হয়। থাইল্যান্ডে স্কুলে অগ্নিকা-ে ১৮ ছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ী উপজাতীয় শিশুদের একটি স্কুলের ডরমিটরিতে অগ্নিকা-ে অন্তত ১৮ ছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচ ছাত্রী ও নিখোঁজ রয়েছে দুই শিক্ষার্থী। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এএফপি, সিএনএন ও বিবিসির। চাইয়ঙ্গ রেই এর পুলিশের কর্নেল প্রায়াদ সিঙ্গসিং বলেন, দাতব্য সংস্থা পরিচালিত স্কুলটিতে রবিবার স্থানীয় সময় রাত ১১টায় আগুন লাগার ঘটনা ঘটে। তিনি আরও বলেন, আগুন নিভে গেছে এবং ঘটনার তদন্ত চলছে। চাইয়ঙ্গ রেই প্রদেশের এক সরকারী কর্মকর্তা নিশ্চিত করেন, আগুন লাগার সময় স্কুলটিতে ছয় থেকে ১৩ বছর বয়সী ছাত্রীরা ঘুমাচ্ছিল। প্রদেশটির ডেপুটি গবর্নও আরকম সুকাপান বলেন, আগুন লাগার সময় ডরমিটরিতে ৩৮ জন ছাত্রী ছিল। এ সময় যারা ঘুমায়নি তারা ডরমিটরি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু অন্যরা ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি। এ কারণেই উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটে।
×