ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিধ্বস্ত হওয়ার আগে ধোঁয়ার সঙ্কেত বাজে মিসরীয় বিমানে

প্রকাশিত: ০৬:৩৫, ২২ মে ২০১৬

বিধ্বস্ত হওয়ার আগে ধোঁয়ার সঙ্কেত বাজে মিসরীয় বিমানে

প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে বৃহস্পতিবার ৬৬ আরোহীসহ সাগরে বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে ইজিপ্ট এয়ারের বিমানটির কেবিনে বেজে উঠেছিল ধোয়ার সঙ্কেত। দ্য এভিয়েশন হেরাল্ডের রিপোর্ট বলছে, বিমান থেকে শেষ সঙ্কেত পাঠানোর মিনিটখানেক আগে বিমানটির টয়লেট এবং বৈদ্যুতিক যন্ত্রাংশের অংশ থেকে ধোঁয়া শনাক্ত হয়। বিশ্বজুড়ে যাত্রীবাহী বিমানগুলোর গতিপথ পর্যবেক্ষণ করে নানা সমস্যা ও বিপদ সংক্রান্ত তথ্য দিয়ে থাকে এভিয়েশন হেরাল্ডের ওয়েবসাইট। তারা দাবি করছে যে, এয়ারক্রাফট কমিউনিকেশন এ্যাড্রেসিং এ্যান্ড রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে তারা এ তথ্য উদ্ধার করেছে। তবে ধোঁয়ার কারণ কোন বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা যান্ত্রিক ত্রুটি নাকি কোন বিস্ফোরণ, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিমান কর্তৃপক্ষের তরফ থেকে এখনও এ ধরনের কোন বক্তব্য আসেনি। আর উদ্ধার তৎপরতা চালনাকারী কর্তৃপক্ষের মতে, প্লেনটির ব্ল্যাকবক্সের খোঁজ না পাওয়া পর্যন্ত বিধ্বস্ত হওয়ার মূল কারণ জানা সম্ভব নয়। ব্ল্যাকবক্সে বিমানের ককপিটে হওয়া সর্বশেষ কথোপকথন রেকর্ড হয়ে থাকে। ইতোমধ্যে বিমানটির আরও কিছু ধ্বংসাবশেষ, আরোহীদের জিনিসপত্র এবং মানুষের শরীরের ছিন্ন অংশ ভাসতে দেখা গেছে ভূমধ্যসাগরে। আলেকজান্দ্রিয়া উপকূল থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে এগুলো ভাসমান অবস্থায় রয়েছে। -বিবিসি বেলুচিস্তানে মন্ত্রীর ছেলেকে অপহরণ পাকিস্তানে বেলুচিস্তানের স্থানীয় সরকার বিষয়ক প্রাদেশিক মন্ত্রী সরদার মোস্তফা খান তারিনের ছেলে আসাদ খান তারিনকে অজ্ঞাত দুর্বৃত্তরা অপহরণ করেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। প্রাথমিক খবরে বলা হয়, আসাদকে পিশিন ক্যাডেট কলেজ এলাকা থেকে অপহরণ করা হয়েছে। এ ঘটনা তদন্তাধীন থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। সূত্র জানায়, অপহরণের ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর গাড়ি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। -এক্সপ্রেস ট্রিবিউন
×