ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এ্যাডভোকেসি কমিটির চেয়ারপার্সন প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা

প্রকাশিত: ০৬:২১, ২২ মে ২০১৬

এ্যাডভোকেসি কমিটির চেয়ারপার্সন প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা

দেশের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংগঠক ডেমরা সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও কাজলা, যাত্রাবাড়ীতে প্রতিষ্ঠিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লাকে গত ১ এপ্রিল ২০১৬ দক্ষিণ কোরিয়ার বিশ্ব শান্তি ঐক্য সংগঠন এইচ ডব্লিউ পি এলের প্রেসিডেন্ট ম্যানহিলী বিশ্বব্যাপী শান্তিময় জীবন রচনায় ও নতুন প্রজন্মের উদারমুক্ত সমাজ প্রতিষ্ঠায় উদ্যমী ও নিবেদিত বিবেচনা করে বাংলাদেশে তাকে পিস এ্যাডভোকেসি কমিটির চেয়ারপার্সন নির্বাচিত করেন। এই পদমর্যাদা প্রাপ্তির সুসংবাদ অল পিস এ্যামবাসেডর ইন বাংলাদেশ অব এইচডব্লিউপিএল এ্যান্ড আইপিওয়াইজি- এইচডব্লিউপি এ-এর বাংলাদেশের কার্যনির্বাহী অফিস সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজে সাড়ম্বরে ও উল্লাসে উদ্যাপন করেন। প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা ২০১৪ সালে যুদ্ধক্লান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠিত এইচডব্লিউপিএল-এর বাংলাদেশে পিস এ্যামবাসেডর মনোনীত হন। তাঁর যুদ্ধপ্রতিবাদী সক্রিয়তায় প্রীত ও মুগ্ধ হয়ে ২০১৪ সালের সেপ্টেম্বরে হ্যাভেনলি কালচার ওয়ার্ল্ড পিস এ্যান্ড রেসটোরেশন অব লাইট এইচডব্লিউপিএল দক্ষিণ কোরিয়ায় ৩ দিনব্যাপী ওয়ার্ল্ড এ্যালাইন্স অব রিলিজিয়ন ফর পিস সামিট সম্মেলনে আমন্ত্রণ করেন। ড. মাহবুবুর রহমান মোল্লা ওই শান্তি সম্মেলনে যোগদান করেন। বিশ্বময় নিবিড় শান্তির সমাজপ্রতিষ্ঠা ও নতুন প্রজন্মের জন্য দ্বন্দ্বমুক্ত পরিবেশ সৃষ্টিতে বিশ্ব শান্তিকামীদের সঙ্গে তিনি নিরলস অবদান রেখে যাচ্ছেন।
×