ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন, সৌদি বলয়ে মালদ্বীপ

প্রকাশিত: ০৬:২২, ১৯ মে ২০১৬

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন, সৌদি বলয়ে মালদ্বীপ

উপসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে ফেলার অভিযোগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের বলয়ে যোগ দিয়েছে মালদ্বীপ। সৌদি হলো মালদ্বীপের প্রধান অর্থ সহায়তাকারী দেশ। খবর এএফপি’র। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে ইরান যে নীতি অবলম্বন করছে তা ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা হানিকর। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তারা ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। কারণ উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে মালদ্বীপের স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার সম্পর্ক রয়েছে। ১৯৭৫ সালে মালদ্বীপের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তবে দেশটিতে ইরানের কোন দূতাবাস বা কনস্যুলেট নেই। লন্ডনে রাস্তার নিচে স্বর্ণের মজুদ লন্ডনের থ্রেডনিডল স্ট্রিটের নিচে দুইটি তলায় সাতটি ভল্টে বিশ্বের বড় একটি স্বর্ণের মজুদ আছে। ব্যাংক অব ইংল্যান্ডের ওই ভল্টগুলোতে মজুদ থাকা স্বর্ণের পরিমাণ সাড়ে ৫ হাজার ১৩৪ টন। ১২.৪ কেজির একেকটি বার আকারে পাঁচ লাখ স্বর্ণ বার রাখা আছে। প্রতিটি স্বর্ণ বারের দাম সাড়ে তিন লাখ পাউন্ড। বেশিরভাগ সোনার মালিক বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি। -বিবিসি হাইপারসনিক প্রযুক্তি বিমানে করে সিডনি থেকে লন্ডন পৌঁছতে লাগবে মাত্র দুই ঘণ্টা। আর সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে বুধবার অস্ট্রেলিয়ার মরুভূমিতে হাইপারসনিক প্রযুক্তির সফল পরীক্ষার পর। অস্ট্রেলিয়ার প্রধান বিজ্ঞানী এ্যালেক্স জেলিনস্কি বলেন, এই প্রযুক্তি বিশ্ব বিমান ভ্রমণে বিপ্লব সৃষ্টি করবে। হাইপারসনিক ফ্লাইটের শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি। হাইপারসনিক ইঞ্জিন বায়ুম-ল থেকে জ্বালানি হিসেবে অক্সিজেন নেয়, যা এটিকে হালকা এবং জ্বালানিবাহী রকেটের চেয়ে দ্রুতগামী করে। -এএফপি
×