ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের রাজা রানিয়েরি

প্রকাশিত: ০৬:১৭, ৮ মে ২০১৬

ইংল্যান্ডের রাজা রানিয়েরি

স্পোর্টস রিপোর্টার ॥ ১৩২ বছরের ক্লাব ইতিহাসে প্রথম লীগ শিরোপা উপহার দিলেন ক্লাবকে। তারকাবিহীন দল, অঢেল অর্থও ব্যয় করা হয়নি তাতে। তারপরও লিচেস্টার সিটিকে প্রিমিয়ার লীগের শিরোপা জিতিয়ে ক্লদিও রানিয়েরি এখন প্রশংসার জোয়ারে ভাসছেন। তবে রানিয়েরিকে নতুন ‘উপাধি’ দিয়ে দিলেন তার মা রিনেটা রানিয়েরি। লিচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন করায় ছেলের প্রশংসায় ৯৬ বছর বয়সী রিনেটা রানিয়েরি বলেন, ‘ক্লদিও এখন ইংল্যান্ডের রাজা। সারাবিশ্ব থেকে আসা তার সব ধরনের অভিনন্দনের গল্পই শুনেছি। আমি তাদের সবাইকেই ধন্যবাদ জানাতে চাই।’ সোমবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-টটেনহ্যাম হটস্পারের ম্যাচটি নাটকীয় ড্র হয়। আর তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় লিচেস্টারের। স্ট্যামফোর্ড ব্রিজের সেই ম্যাচ শেষেই নাকি কান্নায় ভেঙ্গে পড়েন রিনেটা রানিয়েরি। এ বিষয়ে ৬৪ বছর বয়সী ক্লদিও রানিয়েরির মা বলেন, ‘ম্যাচ শেষে তো আমি কান্নায় ভেঙ্গে পড়েছিলাম।’ এ সময় তিনি আরও বলেন, ‘ম্যাচ শেষে প্রতিদিন রাতেই ক্লদিও আমাকে ফোন করে। কিন্তু এই রাতের ফোনটি ছিল অন্যরকম, বিশেষ কিছু। সে আমাদের সকলের চেয়ে অনেক বেশি খুশি ছিল। আমরা এখন স্বস্তি নিতে পারছি। সময়টা দারুণ উপভোগ করতে পারছি। সেদিন আমাদের লাঞ্চ স্থায়ী হয়েছিল দুই ঘণ্টারও বেশি সময়। যেখানে আমরা প্রায় সব ধরনের কথাবার্তাই বলি। দলের অবস্থা কেমন এবং অসামান্য অর্জনের শেষ মুহূর্তটা ছিল কেমন? প্রকৃতপক্ষে আমরা কখনই তা প্রত্যাশা করিনি। কিন্তু ক্লদিও দারুণ একটা দল পেয়েছে। বাদ পড়লেন ডেল স্টেইন স্পোর্টস রিপোর্টার ॥ রঙিন পোশাকে সময়টা একদমই ভাল যাচ্ছে না ডেল স্টেইনের। ওয়েস্ট ইন্ডিজ সফরে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের (৩-২৬ জুন) দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়লেন আধুনিক সময়ের অন্যতম সফল এই পেসার। পনের সদস্যের প্রেটিয়া দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার তাবরেইজ শামসি। আগামী মাসে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকা ছাড়া স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া অংশ নেবে। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার শামসি। ত্রিদেশীয় সিরিজে শেষ পর্যন্ত সেরা একাদশে খেলার সুযোগ পেলে ৫০ ওভার ফর্মেটে প্রোটিয়াদের ১১৬তম খেলোয়াড় হবেন তিনি। স্টেইনের বাদ পড়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে দক্ষিণ আফ্রিকা নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জন্ডি বলেন, ‘লঙ্গার ভার্সনে দক্ষিণ আফ্রিকার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সদস্য তিনি এবং এ বছরের শেষ দিকে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার ফেরার এখনও সম্ভাবনা আছে।’ যুক্তি দেখিয়ে জন্ডি আরও বলেন, ‘ক্যারিবীয় পিচগুলো মন্থর গতির হবে ধারণা করে তারা তিন বিশেষজ্ঞ স্পিনার ইমরান তাহির, এ্যারন ফাঙ্গিসো এবং শামসিকে দলে রাখা হয়েছে।’ স্টেইনের সঙ্গে ডেভিড মিলার আর ডেভিড ওয়াইজও বাদ পড়েছেন। দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল ॥ এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল এ্যাবট, হাশিম আমলা, ফারহান বিহারদিয়েন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফ্যাফ ডুপ্লেসিস, ইমরান তাহির, মরনে মরকেল, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, এ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রাইলি রুশো ও তাবরেই শামসি।
×