ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাত নেই তবু-

প্রকাশিত: ০৩:৪৪, ৮ মে ২০১৬

হাত নেই তবু-

৫০ জন প্রতিযোগীকে হারিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় হাতের লেখা পুরস্কার জিতে নিয়েছে সাত বছরের এক শিশু। অথচ তার হাতই নেই। তাতে কী? দুই বাহুতে পেনসিল ধরেই মুক্তোর মতো অক্ষরে লিখতে পারে সে। ভার্জিনিয়ার চেসাপিক এলাকার ওই শিশুটির নাম এ্যানায়া এলিক। এ্যানায়া কোন কৃত্রিম হাত ব্যবহার করে না। দুই বাহুতে পেনসিল ধরেই স্বচ্ছন্দে লিখতে পারে। হাতের লেখা ভারি সুন্দর! গ্রিনবার ক্রিশ্চিয়ান এ্যাকাডেমিতে পড়ে এ্যানায়া। -বিবিসি
×