ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেক প্রতারণা মামলায় জামিনে মুক্ত নূরজাহান গ্রুপের এমডি

প্রকাশিত: ০৪:০২, ৭ মে ২০১৬

চেক প্রতারণা মামলায় জামিনে  মুক্ত নূরজাহান গ্রুপের এমডি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চেক প্রতারণা মামলায় গ্রেফতারের পর আদালত থেকে জামিনে ছাড়া পেলেন নূরজাহান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জহির উদ্দিন রতন। অর্থঋণ আদালতের করা ৭টি চেক প্রতারণা মামলায় কোতোয়ালি থানা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করে। শুক্রবার তিনি চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরের আদালত থেকে জামিনে ছাড়া পান। সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, চেক প্রতারণা মামলায় গ্রেফতারের পর জহির উদ্দিন রতনকে মহানগর ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরের আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। মীরসরাইয়ে ১৭ মণ জাটকা আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মীরসরাইয়ে সিলেটগামী মাছবাহী একটি ট্রাক থেকে ৩৪ বস্তা জাটকা আটক করেছে পুলিশ। পলিথিনের প্রতি বস্তায় ২০ কেজি করে করে পাওয়া যায় ১৭ মণ জাটকা। বৃহস্পতিবার রাতে মহাসড়কের সুফিয়া রোড এলাকা থেকে মাছগুলো আটক করা হয়। মীরসরাই থানার এসআই জানান, মহাসড়কে গাড়ি তল্লাশি করার সময় সিলেটগামী একটি ট্রাক থেকে জাটকাগুলো আটক করা হয়। এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাটকা নেয়ার অপরাধে এর সঙ্গে সংশ্লিষ্ট আনোয়ার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। চার ঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ মে ॥ আলফাডাঙ্গায় আগুনে পুড়ে গেছে দুটি পরিবারের চার ঘর। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের আল-আমিন ও রব্বানীর ওই ঘরগুলো আগুনে পুড়ে গেছে। জানা গেছে, ওই রাতে আল-আমিনের বৃদ্ধা মা নুরজাহান বেগম বাতি ধরাতে গেলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। রূপগঞ্জে হত্যা মামলা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আয়েশা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার ঘটনায় স্বামী, দেবর ও দেবরের স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গৃহবধূ আয়েশা আক্তারের মা খুর্শিদা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিন মাদক বিক্রেতা আটক রূপগঞ্জে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার হিরনাল ও গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন হিরনাল এলাকার কাউসার মিয়া, তানভির হোসেন ও গোলাকান্দাইল এলাকার সাহাজ উদ্দিন। বাড়িতে হামলা ॥ আহত ৩ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৬ মে ॥ বোয়ালমারী পৌরসভার সোতাসি গ্রামে দুই দল কিশোরের ক্রিকেট খেলার সময় বালু ছোড়াছুড়ি নিয়ে ওই গ্রামের এক সংখ্যালঘুর বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গোবিন্দ মালো, তার স্ত্রী চম্পা মালো ও ছেলে গৌতম মালোকে বেধড়ক মারপিট করে। বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গোবিন্দ মালো জানান, আগের দিন বৃহস্পতিবার সোতাসি গ্রামে কচি কাজীর চাতালে ক্রিকেট খেলার সময় প্রতিবেশী জব্বার পাটয়ারীর ছেলে রাজু (১৫) সঙ্গে তার ছেলে গৌরবের (৮) বালু ছোড়াছড়ি নিয়ে হাতাহাতি হয়। এ ঘটনার রেশ ধরে শুক্রবার ভোরে জব্বার পাটয়ারী, ইমামুল ও পাশের চালিনগর গ্রামের ছরো মাতুব্বরসহ ১০-১২ জন রামদা ও লাঠিসোঠা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। রমজানে ভ্রাম্যমাণ আদালত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রমজানের আগেই শুরু হবে এই অভিযান। ভোগ্যপণ্যের বাজারগুলো তদারকির আওতায় আনা, খাদ্যে ভেজাল প্রতিরোধ, মাছ-মাংস ও ফলমূলে ফরমালিনসহ বিভিন্ন কমিক্যাল মিশ্রণরোধের মাধ্যমে ভোক্তা স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে চসিক। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য কর্পোরেশন সচিবকে প্রধান করে সর্বক্ষণিক মনিটরিং কমিটি, সিটিকর্পোরেশনের আওতাধীন ১৭টি বাজারে ওর্য়াড কাউন্সিলর, চেম্বার, বাজার সমিতি, আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, ক্যাব, সাংবাদিক প্রতিনিধি সমন্বয়ে গঠন করা হবে মনিটরিং কমিটি। চসিকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। মাঠ দিবস নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৬ মে ॥ জিংকসমৃদ্ধ ব্রি ধান ৬৪ জাতের মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামের কৃষক আলিমুদ্দিনের বাড়ির সামনে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। জিংসমৃদ্ধ ব্রি ধান ৬৪ জাতের ক্রপ কাটিং করার পর শুকনো অবস্থায় হেক্টরপ্রতি ৭.৪২ টন ফলন রেকর্ড করা হয়েছে। সে সময় ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহ্ মোহাঃ আকরামূল হক, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ শহীদুল ইসলামসহ কৃষক-কিষানী উপস্থিত ছিলেন। মাদকবিরোধী সাইকেল রেস নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৬ মে ॥ ’সুস্থ-সুন্দর আগামীর জন্য মাদকমুক্ত জীবন’, এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে স্কুল পর্যায়ের ছাত্রদের সাইকেল রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে পুলিশ সুপার নজরুল ইসলামের উদ্যোগে কিং-কুইন জিম আয়োজিত এই সাইকেল রেস প্রতিযোগিতা সার্কিট হাউস মাঠ হতে শুরু হয়ে হিচমি বাইপাস সড়ক দিয়ে পুরানাপৈল হয়ে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।
×