ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় ছাত্রাবাসের ভবনে ফাঁটল ॥ বসবাসে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০২:২০, ৬ মে ২০১৬

আশুলিয়ায় ছাত্রাবাসের ভবনে ফাঁটল ॥ বসবাসে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়ায় একটি ট্রেনিং সেন্টারের ছাত্রাবাসের ৪ তলা ভবনের দেয়ালের ফাঁটলের কারনে বসবাসের জন্য বন্ধ ঘোষণা করে বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানাধী ঘোষবাগ এলাকায় ‘সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট টেস্ট সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানের ৪ তলা ভবনের এ ছাত্রাবাসটি বসবাসের জন্য বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশসহ স্থানীয় প্রশাসন ভবনটি পরির্দশন করে। এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইন-চার্জ মহসীনুল কাদির বলেন, বৃহস্পতিবার রাতে একটি চারতলার ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে ফাঁটলের বিষয়টি বসবাসরত ছাত্রের নজরে এলে তারা কর্তৃপক্ষকে জানায়। পরে কর্তৃপক্ষ বসবাসের জন্য ছাত্রাবাসটি বন্ধ ঘোষণা করে। তবে, নিরাপত্তার কারনে প্রতিষ্ঠানতে পুলিশী নজরদারিতে রাখা হয়েছে। বুয়েটের প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষার চুড়ান্ত প্রতিবেদন দিলে এ ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, জলাশয় ভরাট করে অতি দ্রুত ভবনটি তৈরির ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
×