ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি ইসলাম তারিক

রোনাল্ডোর হাতে রিয়ালের ভাগ্য?

প্রকাশিত: ০৪:০৩, ৪ মে ২০১৬

রোনাল্ডোর হাতে রিয়ালের ভাগ্য?

বেশ বেকায়দায় আছে রিয়াল মাদ্রিদ। দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আচমকাই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। যে কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন। আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে খেলবে রিয়াল। সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি খেললেও রোনাল্ডোও খেলা নিয়ে এখনও ধূম্রজাল আছে। বিশেষজ্ঞদের মতে, সি আর সেভেন না খেললে পরিণতি হয়তো ভাল হবে না গ্যালাক্টিকোদের। আর তাই, রোনাল্ডোর হাতেই রিয়ালের ভাগ্য নির্ভর করছে বলে তাদের ধারণা। আজ রাতে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল নিশ্চিত করার ম্যাচ খেলবে রিয়াল। সেমিফাইনালের প্রথম লীগে ম্যানচেস্টার সিটির মাঠ থেকে গোলশূন্য ড্র করে এসেছে গ্যালাক্টিকোরা। ইনজুরির কারণে সি আর সেভেন খেলতে পারেননি ওই ম্যাচ। সবমিলিয়ে টানা তিন ম্যাচ খেলেননি পর্তুগীজ সুপারস্টার। তবে সিটির বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে আবারও অনুশীলনে ফিরেছেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ে দলের সেরা তারকাকে পাবেন বলে আশাবাদী কোচ জিনেদিন জিদানও। রোনাল্ডো ছাড়াও ইনজুরির কবলে পড়েছেন রিয়ালের আরেক তারকা ফরোয়ার্ড করিম বেঞ্জামা। তবে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে দুজনকেই মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী জিদান। এ প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসক দলের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। ম্যাচটা আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ। আমরা শুধু এই ম্যাচ নিয়েই ভাবছি। এখনও কিছুদিন সময় আছে। আশা করছি, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই ইনজুরিতে থাকা খেলোয়াড়রা সুস্থ হয়ে উঠতে পারবে। গত ২০ এপ্রিল ভিলারিয়ালের বিরুদ্ধে লা লীগার ম্যাচে ইনজুরির কবলে পড়েন রোনাল্ডো। এর আগে লা লীগার সব ম্যাচেই খেলেছিলেন তিনবারের বর্ষসেরা এই ফুটবলার। ৩৪টি ম্যাচ খেলে করেছেন ৩১ গোল। চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের আগে একটি ব্যক্তিগত অর্জনের হাতছানিও আছে সি আর সেভেনের সামনে। আর দুটি গোল করতে পারলেই এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড নতুন করে গড়তে পারবেন পর্তুগীজ তারকা। এক মৌসুমে ১৭টি গোল করার বর্তমান রেকর্ডটিও আছে রোনাল্ডোর দখলে। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর পথে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এবারের মৌসুমে ১০ ম্যাচে রোনাল্ডো এখন পর্যন্ত করেছেন ১৬টি গোল। অবশ্য হ্যামস্ট্রিং পেশিতে চোট পাওয়া রোনাল্ডোর সুস্থ নিয়ে আছে ধ্রুমজাল। কেননা এ নিয়ে নিত্য নতুন কথা চাউর হচ্ছে। এই যেমন রোনাল্ডোকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন পর্তুগাল জাতীয় দলের সাবেক চিকিৎসক। এর আগে মাঠে ফিরলে তার অবস্থার অবনতির ঝুঁকি আছে। ফলে তার ২০১৬ ইউরোতে নাও খেলা হতে পারে বলে শঙ্কা করছেন তিনি। পর্তুগাল দলের সাবেক চিকিৎসক নুনো কাম্পোস জানান, প্রতিবেদন সত্যি হলে রোনাল্ডোকে অবশ্যই বিশ্রাম নিতে হবে। তিনি বলেন, পরীক্ষায় যদি খুব ছোটো ছেঁড়াও ধরা পড়ে, তার ১৮ থেকে ২১ দিন লাগবে। এটা সম্পূর্ণ সেরে উঠতে ১২ থেকে ১৪ দিন লাগে। আর ৫ বা ৭ দিন লাগবে পেশি গঠনের কাজ শেষ হতে। কাম্পোস বলেন, এটা শুধু পেশির সংকোচন হলে কম সময় লাগত। এটাই যদি হতো, তাহলে এই সমস্যা তাকে সিটির বিপক্ষে খেলা থেকে বিরত রাখতে পারে না। কিন্তু খুব ক্ষুদ্র ছেঁড়া নিয়ে খেললেও পরিস্থিতির অবনতি হবে। আর ইউরোপিয়ান (চ্যাম্পিয়নশিপ) নিয়ে ঝুঁকি থাকছে।
×