ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কুল হ্যান্ডবলে ভিকারুননিসা ও সেন্ট গ্রেগরিজ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৩৩, ৩ মে ২০১৬

স্কুল হ্যান্ডবলে ভিকারুননিসা ও সেন্ট গ্রেগরিজ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘র্হুরে অনুর্ধ-১০ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)’ রবিবার শেষ হয়েছে। বালিকা বিভাগে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ ৯-৩ গোলে সানিডেইল স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন এবং গ্রিন হেরাল্ড ৪-০ গোলে গ্রিন ডেইল ইন্টারন্যাশনাল স্কুলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে। বালক বিভাগে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল ৯-৫ গোলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন এবং আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ ১৬-৪ গোলে সানিডেইলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে। টুর্নামেন্টে বালক বিভাগে আইডিয়াল স্কুলের জাওয়াদ মাইনউদ্দিন সাদাফ এবং বালিকা বিভাগে ভিকারুননিসার ইফতিহা জামান সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নূরুল ফজল বুলবুল প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন প্রাণ কনফেকশনারি লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার সাখাওয়াত আহম্মেদ এবং হেড অব মার্কেটিং এ্যান্ড ইভেন্ট প্রাণ আরএফএল গ্রুপের একেএম আল আদিল খান। এছাড়া আরও উপস্থিত ছিলেনÑ টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মাসুম সামিয়া, টুর্নামেন্ট কমিটির সম্পাদক লাজুল করিম কস্তুরী (বালিকা বিভাগ), টুর্নামেন্ট কমিটির সম্পাদক দোস্ত মাহ্মুদ নূরী শাহ (বালক বিভাগ), ফেডারেশনের কার্যনির্বাহী সদস্যরা। ওয়ালটন ভলিবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ জেল স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লীগ’ শেষ হয়েছে। সোমবার পল্টনের ভলিবল স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ জেল ২৫-১৯, ২৫-১৩, ২৫-১৬ পয়েন্টে ইস্ট এ্যান্ড ক্লাবকে হারায়। চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জেল দল প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হলো। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সোনালী ব্যাংক রিক্রিয়েশন ক্লাবকে হারায় নবজাগরণী সংঘ। লীগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ জেলের নাসির। তাকে ওয়ালটনের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×