ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএফসি বালিকা আঞ্চলিক চ্যাাম্পিয়নশিপ, ফাইনালে ভারতের জালে চার গোল

বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৩০, ৩ মে ২০১৬

বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ক্ষীণ সংশয় ছিল। তারচেয়েও বেশি ছিল বিজয়ের প্রত্যয়। দ্বিতীয়টাই হয়েছে। বেঙ্গল টাইগ্রেস দল আবারও গলায় পরল বিজয়ের মালা। সূদুর তাজিকিস্তানের মাটিতে জয়ের চিহ্ন এঁকেছে লাল-সবুজের বাহিনী। গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা প্রমাণ করল, তারা যোগ্য দল হিসেবেই জিতেছে ‘এএফসি অনুর্ধ-১৪ বালিকা আঞ্চলিক চ্যাাম্পিয়নশিপ’ (দক্ষিণ ও মধ্যাঞ্চল)-এর শিরোপা (অপরাজিত)। রবিবার তাজিকিস্তানের দুশানবের এ্যাভিয়েটর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এ শিরোপা জিতল বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে (‘বি’ গ্রুপ) ভারতকে ৩-১ এবং নেপালকে ৯-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে ওঠে বাংলাদেশ। এরপর তাজিকিস্তানকে তাদের মাটিতে ৯-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশের মেয়েরা। এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ‘বেঙ্গল টাইগ্রেস’ দল ভারতকে ৩-১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করে। কেননা তারা এর আগে কোন লেভেলের প্রতিযোগিতামূলক খেলাতেই এ দেশটিকে হারাতে পারেনি। সেই একই দলকে হারাল ফাইনালেও। ভারতের মতো শক্তিশালী দেশকে একই আসরে টানা দু’বার হারানোর জন্য অবশ্যই প্রশংসা পাবে বাংলাদেশ দল। এ আসরের আগের ভার্সনেও বাংলাদেশ সেন্ট্রাল জোনে চ্যাম্পিয়ন হয়েছিল। গ্রুপ পর্বে ভুটানকে হারিয়েছিল ১৬-০ গোলে। হারিয়েছিল শক্তিশালী ইরানকেও (১-০)। ভারতের সঙ্গে করেছিল ড্র (১-১)। এপ্রিলে নেপালের ভয়াবহ ভূমিকম্প নির্ধারিত ফাইনালটি হতে দেয়নি। ডিসেম্বরে নেপালেই পুনর্নির্ধারিত ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে (১-০) চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিভিন্ন কারণে ২০১৫ সালের ওই শিরোপা জয় বাংলাদেশ বালিকা ফুটবল দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় হয়ে আছে। কেননা মেয়েদের ফুটবলের যেকোন পর্যায়ের টুর্নামেন্টে বাংলাদেশ দলের এটাই প্রথম শিরোপা। এর আগে ২০১৩ সালে বাংলাদেশ অনুর্ধ-১৪ মহিলা দল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এ আসরে অংশ নিয়ে তৃতীয় হয়েছিল (ফেয়ার প্লে ট্রফিও লাভ করেছিল)। এবারের এ শিরোপা অক্ষুণœ রাখাটা বাংলাদেশের মেয়েদের আত্মবিশ^াসের পারদটাকে নিঃসন্দেহে অনেক উঁচুতে তুলে দিল। অনুর্ধ-১৪ দলের মেয়েরা মাত্র এক মাস সময় পেয়েছে প্রস্তুতি নেয়ার। এই দলে গত বছরের আট খেলোয়াড় আছে। দলের আটজনই ছিল ময়মনসিংহের কলসিন্দুর স্কুলের ছাত্রী। এছাড়া তিনজন ছিল সিনিয়র জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে এ সাফল্য কতটা ধরে রাখতে পারে বাংলাদেশের মেয়েরা।
×