ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের উত্তরাখণ্ডে দাবানলে মৃত ৭

প্রকাশিত: ০৪:৩৫, ৩ মে ২০১৬

ভারতের উত্তরাখণ্ডে দাবানলে মৃত ৭

ভারতের হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কয়েক হাজার লোক আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনে পুড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দাবানল ১ হাজার ৯০০ হেক্টরের বেশি স্থানে ছড়িয়ে পড়েছে। ফেব্রুয়ারি মাস থেকে দাবানলটির সূত্রপাত ঘটে। তবে সাম্প্রতিক দিনগুলোতে এর তীব্রতা বেড়ে গেছে। বর্তমানে ১ হাজার ২০০টি পৃথক স্থানে আগুন জ্বলছে। মালদায় বিস্ফোরণে নিহত ৪ ॥ ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদায় হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। মালদার পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা জানিয়েছেন, বৈষ্ণবনগর এলাকার এক বাড়িতে রবিবার রাত ১টার দিকে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। চারজন ঘটনাস্থলেই মারা গেছেন, আহত হয়েছেন আরও চারজন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ‘স্থানীয় গুণ্ডারা’ ওই বাড়িতে বিস্ফোরক বানাচ্ছিল বলে স্থানীয় পুলিশের ধারণা। -এনডিটিভি রোবট ভিক্ষু! চীনের বেজিংয়ের লঙ্গকোয়ান বৌদ্ধমন্দিরে হলুদ জোব্বা পরা, টাক মাথার দুই ফুট উচ্চতার এক ভিক্ষু দেখা যাবে। তার নাম শিয়াং। অনেকটা ‘লাফিং বুদ্ধের’ মতো দেখতে শিয়াং আসলে রোবট। তার বুকে লাগানো টাচ স্ক্রিনে ফুটে ওঠে একের পর এক নির্দেশ। সেই নির্দেশ অনুযায়ী মন্ত্র বা বৌদ্ধধর্মের খুঁটিনাটি দিক নিয়ে কথা বলে যেতে পারে শিয়াং। মৌখিক নির্দেশ অনুযায়ী নড়াচড়াও করতে পারে। চাকায় ভর করে প্রায় সাত রকম গতিতে চলাচল করতে পারে। -ওয়াশিংটন পোস্ট মাছের মৃত্যুতে বিক্ষোভ! ভিয়েতনামের উপকূলে অজ্ঞাত কারণে অসংখ্য মাছের মৃতুতে শত শত মানুষ বিরল প্রতিবাদ বিক্ষোভ করেছে। এপ্রিলের প্রথম দিক থেকে ১২৫ মাইল উপকূলজুড়ে অসংখ্য মাছ মরে ভেসে উঠছে। তাইওয়ানিজ ফরমোসা প্লাস্টিকসের মালিকানাধীন ইস্পাত কারখানাকে তারা মাছের এই মৃত্যুর জন্য দোষারোপ করছে। বিক্ষোভকারীরা ‘ফরমোসা আউট’ লেখা প্ল্যাকার্ডও বহন করে। -বিবিসি
×