ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগে দশমিনায় প্রধান শিক্ষক বরখাস্ত

প্রকাশিত: ০১:১৪, ১ মে ২০১৬

দুর্নীতির অভিযোগে দশমিনায় প্রধান শিক্ষক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ স্বাক্ষর জালিয়াতি করে অর্থ উত্তোলন এবং নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে পটুয়াখালীর দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন সৈকতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং শনিবার ওই সিদ্ধান্ত লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৌছে দেয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় নেয়া সিদ্ধান্তে অভিযোগ করা হয়েছে, ওই বিদ্যালয়ে ৮ জন শিক্ষক নিয়োগের বিনিময়ে অর্ধ কোটি টাকা বাণিজ্য করা হয়েছে। বিদ্যালয় তহবিলের প্রায় এক কোটি টাকা আত্মসাত করতে পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে এবং ব্যাংক থেকে ওই অর্থ তুলে নেয়া হয়েছে। যা চাকরীর বিধিমালা ১৯৭৯ এর ১৩ ধারায় ০১ মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ এবং এসব কারণে প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন সৈকতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের ওই সভায় সিনিয়র শিক্ষক হারুন-অর-রশিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা পেয়াদা, সদস্য নাসির উদ্দিন সান্টু, আঃ ছালাম মাতুব্বর, সংরক্ষিত সদস্য মেরীনা সুলতানা, শিক্ষক প্রতিনিধি হারুন-অর-রশিদ, নাসির আহমেদ প্রমূখ। উল্লেখ্য- অবৈধভাবে শিক্ষক নিয়োগ ও স্বাক্ষর জালিয়াতি করে বিদ্যালয় তহবিলের অর্থ উত্তোলন ঘটনায় বর্তমানে ওই বরখাস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে এবং বিভাগীয় তদন্ত চলছে।
×