ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ে ধসে পড়ল ভবন, নিহত ৬

প্রকাশিত: ২১:৫২, ১ মে ২০১৬

 মুম্বাইয়ে ধসে পড়ল ভবন, নিহত ৬

অনলাইন ডেস্ক॥ ভারতের বাণিজ্যনগরী বলে পরিচিত মুম্বাইয়ে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ছয়জন। এ ছাড়া ধসে পড়া ওই আধা বাণিজ্যিক ভবনের মধ্যে আটকা পড়েছে বহু লোক। ঘটনাস্থলে দমকলের আটটি ইউনিট কাজ করছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়েছে। এ ছাড়া আটকদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে সংবাদমাধ্যমটির খবরে জানানো হয়। মুম্বাইয়ের নগর কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মুম্বাইয়ের গ্র্যান্ড রোডের কামাথিপুরা এলাকায় ওই তিনতলা ভবনটি শনিবার দুপুর ২টার দিকে ধসে পড়ে। ধসে পড়া তিনতলা ভবনটিতে একটি পানশালা এবং একটি রাবার কারখানা রয়েছে। এদিকে দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি ধসে পড়ার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারকৃতদের শহরের জে জে হাসপাতাল ও নাইর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের আরো অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
×