ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রিয়াল বিপাকে রোনালদোর ইনজুরি নিয়ে

প্রকাশিত: ২১:৩৮, ১ মে ২০১৬

রিয়াল বিপাকে রোনালদোর ইনজুরি নিয়ে

অনলাইন ডেস্ক॥ ২০ এপ্রিল। ইনজুরিতে পড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ পর্যায়ে হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের সুপারস্টার। ম্যাচের পর কোচ জিনেদিন জিদান বলেছিলেন, এটা গুরুতর কিছু না। এরপর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে খেলার আশা নিয়ে রোনালদো গিয়েছিলেন ম্যানচেস্টারেও। খেলতে পারেননি। এখন জানা যাচ্ছে, তার ইনজুরিটা একেবারে ছোটো কিছু না। ভাগ্য খারাপ হলে, জুনে ফ্রান্সে শুরু ইউরো ২০১৬ মিস করতে পারেন! জানা গেছে, রোনালদো ইনজুরিতে পড়ার পর রিয়ালের মেডিক্যাল টিম প্রথমেই আমআরআই স্ক্যান করায়নি। তারা ভেবেছিল, পেশিতে টান। ঠিক হয়ে যাবে। এরপর গত সপ্তাহে দলের সাথে ম্যানচেস্টারে যান রোনালদো। হালকা অনুশীলন করলেও ম্যাচ খেলতে পারেননি। যদিও জিদান ম্যাচের আগের দিন বলেছিলেন, শতভাগ ফিট রোনালদো খেলতে পারবেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ম্যাচের দিনই এমআরআরআই স্ক্যান করা হয়। দেখা যায় পেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। মাদ্রিদে ফিরে রোনালদো রিয়ালের পার্টনারশিপ আছে যে মেডিক্যাল কোম্পানির সাথে সেখানে যাননি চিকিৎসার জন্য। একটি প্রাইভেট ক্লিনিকে যান। সেখানকার চিকিৎসক ২০১৪ সালে তার চিকিৎসা করেছিলেন। রিয়ালের মেডিক্যাল টিম তাই চাপে আছে। এদিকে, রোনালদোর দেশ পর্তুগালের জাতীয় দলের সাবেক চিকিৎসক নুনো ক্যাম্পোস বলেছেন, পেশির ক্ষুদ্রাংশ ছিড়ে গিয়ে থাকলে রোনালদোর অন্তত ১৮ থেকে ২১ দিন বিশ্রাম প্রয়োজন। ৫ মে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের খেলা। সেই ম্যাচে খেললে রোনালদোর ইনজুরি বাড়তে পারে। আর তেমনটা হলে ১০ জুন শুরু ইউরোতে দেশ পর্তুগালকে নেতৃত্ব দেয়া পড়ে যাবে অনিশ্চয়তায়।
×