ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোয়ালিশন শরিক দলের নেতার প্রস্তাব

ইইউ প্রশ্নে ব্রিটেনের মতো গণভোটের কথা ভাবা উচিত ডেনমার্কের

প্রকাশিত: ০৫:০৫, ৩০ এপ্রিল ২০১৬

ইইউ প্রশ্নে ব্রিটেনের মতো গণভোটের কথা ভাবা উচিত ডেনমার্কের

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক নিয়ে ডেনমার্কের গণভোটের কথা বিবেচনা করা উচিত। দেশটির সংখ্যালঘু সরকারের এক গুরুত্বপূর্ণ মিত্র সোমবার এ কথা বলেন। ২৮ জাতির জোট ইইউ ত্যাগ করা হবে কিনা সে বিষয়ে ব্রিটেন ২৩ জুনের গণভোটের জন্য যখন প্রস্তুতি নিচ্ছে তখন এ কথা বলা হলো। খবর ইয়াহু নিউজের। ব্রিটেনের মতো ডেনমার্কও ইইউ আইনের বিষয়ে কয়েকটি ক্ষেত্রে ছাড় পাওয়ার জন্য আলোচনা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউরো মুদ্রা ব্যবস্থায় যোগদান থেকে রেহাই পাওয়া। এদিকে ব্রিটেন গণভোটে ইইউ জোটে থাকার পক্ষে রায় দিলে দেশটি যে ধরনের ছাড় পাবে সেরকম একই সহায়তা পাবার চেষ্টা ডেনমার্কের করা উচিত বলে ক্রিস্টিয়ান থুলেসেন ডাল জানান। তিনি সংখ্যালঘু সরকার সমর্থনকারী তিনটি দলের মধ্যে বৃহত্তম দলের নেতা। থুলেসেন ডাল একটি ব্লগে লিখেছেন, যদি ডেনিশ পার্লামেন্ট এ বিষয়ে একমত হতে না পারে তাহলে কেন ডেনিসদের গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া হবে না। যদি ব্রিটেন ইইউ ত্যাগ করতে ভোট দেয় তাহলে এটিও ডেনমার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে ব্রিটেন ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে একটি চুক্তিতে উপনীত হতে পারে। সেটিও ডেনমার্কের জন্য একটি আকর্ষণীয় বিষয় হতে পারে। তিনি বলেন, অন্যান্য দেশের কাছে এটা আকর্ষণীয় মনে হতে পারে তবে ডেনমার্কের ইইউ সদস্যপদের বিষয়ে ঠিক ব্রিটেনের মতো গণভোট অনুষ্ঠানের কথা বলা থেকে তিনি বিরত ছিলেন। ডেনিশ পিপলস পার্টি বলেছে, এটা ডেনমার্কের ইইউ সদস্যপদের বিরোধিতা হয় বরং ডেনিশ বিষয়গুলোতে ব্রাসেলস যাতে কম হস্তক্ষেপ করে তাই বলা হচ্ছে। ডেনমার্কের ১৭৯ আসনের পার্লামেন্টে পিপলস পার্টির ৩৭টি আসন রয়েছে। এই সংখ্যা ক্ষমতাসীন লিবারেল পার্টির আসনের চাইতে তিনটি বেশি। তাই সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে তাদের শক্ত অবস্থান রয়েছে। ডেনমার্ক ১৯৭৩ সালে ব্রিটেন ও আয়ারল্যান্ডের সঙ্গে ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটিতে (ইইসি) যোগদান করেছিল।
×