ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুরস্কে আত্মঘাতী বোমা হামলায় আহত ১৩

প্রকাশিত: ১৮:৪৪, ২৮ এপ্রিল ২০১৬

তুরস্কে আত্মঘাতী বোমা হামলায় আহত ১৩

অনলাইন ডেস্ক॥ তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর বুরসায় এক আত্মঘাতী বোমা হামলা হয়েছে। বিবিসি বলছে, এই হামলায় ১৩ জন আহত হয়েছেন। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আহতের সংখ্যা ৮। শহরটির প্রতীক হয়ে উঠা ১৪ শতকের একটি মসজিদের সামনে এই হামলা চালানো হয়। বুরসার গভর্নর বলেন, ধারণা করা হচ্ছে, আত্মঘাতী হামলাকারী একজন নারী। তুর্কিতে ধারাবাহিক বিরতি দিয়ে বোমা হামলা হচ্ছে। ইসলামপন্থি জঙ্গি এবং কুর্দি বিদ্রোহী উভয় পক্ষকেই এসব হামলার জন্য দায়ী করা হয়। দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগোলু জানান, এই হামলায় ৮ জন আহত হয়েছেন। এরআগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন এই হামলায় ১৩ জন আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা কমে গেল কেন সে ব্যাপারে তিনি কোনো কারণ উল্লেখ করেননি। হামলার পর প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আত্মঘাতী এই বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এই বোমা হামলার দায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র মঙ্গলবার তুর্কি কর্তৃপক্ষকে জানিয়েছিল, দেশটির পর্যটন এলাকাগুলোতে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে বলে নির্ভরযোগ্য ইঙ্গিত তাদের কাছে রয়েছে।
×