ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘোষণা

তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সৌদি ভিশন-২০৩০

প্রকাশিত: ০৪:২২, ২৭ এপ্রিল ২০১৬

তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সৌদি ভিশন-২০৩০

তেল রফতানির মুনাফা নির্ভর অর্থনীতি বদলে ফেলার পরিকল্পনা অনুমোদন করেছে সৌদি আরবের মন্ত্রিসভা। গত বছর দেশটির ৭০ ভাগেরও বেশি আয় তেল রফতানি থেকে হয়েছিল, কিন্তু মূল্য পড়ে যাওয়ায় তেল রফতানি থেকে দেশটির আয় কমে যাচ্ছে। পরিকল্পনায় সার্বভৌম একটি তহবিল গঠনের লক্ষ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহৎ তেল কোম্পানি আরামকোর শেয়ার পুঁজিবাজারে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বিবিসি, এএফপি। অর্থনীতির সংস্কারের ‘ভিশন-২০৩০’ পরিকল্পনা ঘোষণা করে ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাদের দেশের অর্থনীতিকে ‘তেলাসক্ত’ বলে বর্ণনা করেছেন। বিশ্বের অন্যতম রক্ষণশীল সমাজের এই দেশটিতে সামাজিক পরিবর্তনের আভাস দিয়ে বলা হয়, নতুন পরিকল্পনায় বিনোদনের বহু সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে জনশক্তিতে বৃহত্তর অবদান রাখার সুযোগ থাকবে নারীদের। রাষ্ট্রীয় মালিকানাধীন আল আরাবিয়া সংবাদ চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘২০২০ সালের মধ্যে আমরা তেল ছাড়াই চলতে পারব।’ সাক্ষাতকারে তিনি যেসব সংস্কারের কথা ঘোষণা করেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য আরামকোর পাঁচ শতাংশের মতো শেয়ার পুঁজিবাজারে ছেড়ে দেয়া, দুই ট্রিলিয়ন ডলারের এক সার্বভৌম তহবিল গঠন করা, বিদেশী মুসলিম ও আরবদের দীর্ঘদিন সৌদি আরবে কাজ করার সুযোগ করে দিতে নতুন ভিসা পদ্ধতি চালু করা, সামরিক উৎপাদন বাড়ানো ও খনিজ সম্পদ খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং দেশের সামগ্রিক কর্মক্ষমতা বাড়াতে নারীদের অংশগ্রহণ বাড়ানো। দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার মূল্যমানের কোম্পানি আরামকোর এক শতাংশ শেয়ারও যদি পুঁজিবাজারে ছাড়ার উদ্যোগ নেয়া হয়, তাহলে তা হবে ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক দর প্রস্তাব (আইপিও), জানান প্রিন্স। আইপিও থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ২ ট্রিলিয়ন ডলারের সার্বভৌম তহবিল গঠন করা হবে। এটি পুঁজিবাজারে ফেসবুক বা আলিবাবার শেয়ার বিক্রির রেকর্ডকেও ছড়িয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
×