ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বামীর নির্যাতনে হাসপাতালে কিশোরী গৃহবধূ

প্রকাশিত: ০৩:৪৩, ২৭ এপ্রিল ২০১৬

স্বামীর নির্যাতনে হাসপাতালে কিশোরী গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৬ এপ্রিল ॥ আমতলীতে বাল্যবিয়ের নির্মম শিকার হামিদা স্বামী আব্বাস গাজী ও শাশুড়ি মরিয়ম বেগমের নির্যাতনের শিকার হয়ে এখন আমতলী হাসপাতালে প্রচ- যন্ত্রণায় কাতরাচ্ছে। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেছে। জানা গেছে, পটুয়াখালী জেলার বড় বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামের হাবিব মিয়ার স্কুলপড়ুয়া ১২ বছরের শিশুকন্যার সাথে দু’বছর পূর্বে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের আনিস গাজীর ছেলে আব্বাসের (১৮) বিয়ে হয়। এ বছর ১ এপ্রিল হামিদার কোলজুড়ে আসে একটি পুত্র সন্তান। এ পুত্র সন্তানই যেন হামিদার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। সোমবার দুপুরে শিশু আসাদকে কোলে নিয়ে হামিদা আদর করছিল। এ সময় স্বামী আব্বাস ঘরে এসে এ দৃশ্য দেখে হামিদাকে লাঠি দিয়ে বেধরক মারধর করছিল। তার চিৎকারে শাশুড়ি ছুটে এসে ক্ষিপ্ত হয় এবং সেও ছেলের সাথে মারধর করে। এভাবে ওই দিন ও রাতে কয়েক দফায় পিটিয়ে ঘরের মেঝেতে ফেলে রাখে। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা টের পেয়ে হামিদাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করে। মাদক বিক্রেতাকে গণপিটুনি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সাকিল ওরফে বড়কা (৪০) নামে এক মাদক বিক্রেতাকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে সৈয়দপুর উপজেলা শহরে। বড়কা শহরের নতুন বাবুপাড়া দুর্গামিল এলাকার মৃত গুল মোহাম্মদের ছেলে। পরে সৈয়দপুর থানা পুলিশ বড়কাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোঃ মুছা জঙ্গী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে। পুলিশ তাকে জেলা কারাগারে প্রেরণ করে। এসআই প্রত্যাহার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তনু হত্যার বিচারের দাবিতে সারাদেশে প্রগতিশীল ছাত্রজোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে বরিশালের কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় কোতোয়ালি মডেল থানার এসআই পবিত্র কুমার ম-লকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে মডেল থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে তাকে পুলিশ লাইনে স্থানান্তরিত করা হয়। ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার সকালে আয়নাল হক (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। জানা গেছে, রবিবার বিকেলে ওই ছাত্রীকে ললিপপ দেয়ার কথা বলে আয়নাল তার দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দক্ষিণাঞ্চলে সড়কপথে প্রথম সম্মুখযুদ্ধে নিহত চার শহীদের স্মরণে মঙ্গলবার সকালে জেলার গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টুর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মুনসুর সিপাহী, আব্দুল রাজ্জাক, শহিদ সৈয়দ হাসেম আলীর পুত্র সৈয়দ জাহিদুল ইসলাম মিলন, শহীদ পরিমল ম-লের বোন আশা লতা দাস, শিক্ষক মুনসুর আহম্মেদ প্রমুখ। উল্লেখ, ১৯৭১ সালের ২৫ এপ্রিল গৌরনদীর কটকস্থলে পাকিস্তানী সেনাবাহিনীর সাথে প্রথম সম্মুখযুদ্ধে গৌরনদীর নাঠৈ গ্রামের মুক্তিযোদ্ধা সৈয়দ হাসেম আলী, চাঁদশীর পরিমল ম-ল, গৈলার আলাউদ্দিন ওরফে আলাবক্স ও বাটাজোরের মোক্তার হোসেন শহীদ হন। ওইদিনের যুদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধারা আটজন পাক সেনাকে হত্যা করেছিল। এটাই ছিল দক্ষিণাঞ্চলে সড়কপথে প্রথম সম্মুখযুদ্ধ। জমি উদ্ধারের দাবি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ এপ্রিল ॥ সদর উপজেলার শিবপুর মহল্লার বর্গাচাষী তাপস কুমার মোহন্তের হাত থেকে ওয়ারিশান সূত্রে প্রাপ্ত জমি উদ্ধারের দাবিতে মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছেন ওই জমির ওয়ারিশ সুমন কুমার মোহন্ত ও গোপাল কুমার অধিকারী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শিবপুর মহল্লার রাম নারায়ণ মোহন্ত ৪টি কন্যা রেখে মারা যান। তার কোন পুত্রসন্তান ছিল না। কন্যাদের মধ্যে ষষ্ঠী রানী অধিকারী ও রেণুকা মোহন্তের ১টি করে পুত্র সন্তান রয়েছে। অপর ২ বোনের কোন সন্তান নেই। হিন্দু আইনে কারও পুত্র সন্তান না থাকলে তার সমুদয় সম্পত্তির মালিক নাতিরা অর্থাৎ মেয়ের ছেলেরা। শেরপুরে বিএনপি প্রার্থীর জরিমানা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ এপ্রিল ॥ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইগাতী উপজেলায় সদর ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আকন্দকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। জানা যায়, সোমবার রাতে সদর ইউনিয়নের কালিনগর গ্রামে মাইক দিয়ে নির্বাচনী সভা করছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান আকন্দ। বিষয়টি জানার পর রাতেই সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পেয়ে প্রার্থী শাহজাহান আকন্দকে তাৎক্ষণিক নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান জেলহাজতে স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলার এক শ’ গ্রাহকের কাছ হতে ৪৭ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ম্যাক্সিম গ্রুপের চেয়ারম্যান শহিদুল ইসলাম বারাকাতীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের ম্যাক্সিম গ্রুপের ব্রাঞ্চটি ২০১৩ সালে গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাত করে উধাও হয়ে যায়। এ ঘটনায় লৌহজং উপজেলার খলাপাড়া গ্রামের হালিমা আক্তার বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করে। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার মুন্সীগঞ্জ আদালতে হাজির হলে আদালত শহিদুল ইসলাম বারাকাতীর জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে। সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৬ এপ্রিল ॥ দলীয় গঠনতন্ত্র পরিপন্থী সিন্ধান্ত গ্রহণের প্রতিবাদে মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের বহিষ্কারের দাবিতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার হলরুমে সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান অভিযোগ করেন, তৃণমূলের মতামত ছাড়াই মহম্মদপুর উপজেলার ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যান প্রার্থীদের মনগড়া মনোনয়ন তালিকা জেলা কমিটিতে পাঠিয়েছেন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। মহম্মদপুর উপজেলা আ’লীগের গত ১৬ এপ্রিল কোরামশূন্য সভায় উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আ’লীগের গঠনতন্ত্রবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। অভিযোগ প্রসঙ্গে আব্দুল মান্নান জানান, মহম্মদপুর উপজেলা আ’লীগের গত ১৬ এপ্রিল সভায় কোরাম সঙ্কট ছিল না। মোট ৭১ সদস্যের কমিটির ৪৩ জন উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। নিরাপদ সড়ক দাবি স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ অধ্যক্ষ ড. বিশ্বজিত ভাদুরি, অভিভাবক মোঃ ইমতিয়াজ, শিক্ষিকা রাহেলা বেগম ও রোকেয়া বেগম। বক্তারা গ্যাস ফিল্ড সড়কে ওভারব্রিজ নির্মাণসহ শিক্ষার্থীদের নিরাপদে পথচলার ব্যবস্থা করার দাবি জানান। মাতৃত্বকালীন ভাতা প্রদান স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান প্রকল্পের আওতায় যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে প্রদান করা হয়েছে দেড় বছরে ৩৭ লাখ ৮০ হাজার টাকা। ৪২০ জন মাকে এ ভাতা প্রদান করা হয়েছে। যশোর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার আঞ্জুমানয়ারা মাহমুদা জানান, ২০১৪ সালের অক্টোবর মাসে শুরু হয় সদরের ১৫টি ইউনিয়নে দরিদ্র মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান কার্যক্রম। এ ভাতার টাকা দিয়ে দরিদ্র মা ও সন্তান পুষ্টিকর খাবার খাবে। ১৫টি ইউনিয়নে আরও ৩০ জন করে দরিদ্র মায়ের তালিকা তৈরির কাজ চলছে। এ কাজ শেষ হলে ৪৫০ জন দরিদ্র মাকে ৫৪ লাখ টাকা ভাতা প্রদান করা হবে বলে জানান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন।
×