ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএফসি অনূর্ধ-১৪ গালর্স রিজিওনাল চ্যাম্পিয়নশিপ

আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪২, ২৬ এপ্রিল ২০১৬

আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। দুই বেলা করে অনুশীলন করেছি। আশা করি গতবারের মতো এবারও ফাইনাল খেলব এবং চ্যাম্পিয়ন হব।’ কথাগুলো মারজিয়ার। বাংলাদেশ অনুর্ধ ১৪ মহিলা জাতীয় ফুটবল দলের অধিনায়ক।’ মঙ্গলবার থেকে আগামী ১ মে পর্যন্ত তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত হবে ‘এএফসি অনুর্ধ ১৪ গালর্স রিজিওনাল চ্যাম্পিয়নশিপ’-এর আসর। এতে ‘বি’ গ্রুপে অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে আছে নেপাল ও ভারত (শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় মালদ্বীপ ও শ্রীলঙ্কা)। এই টুর্নামেন্টে খেলতে বাংলাদেশ দল গত শুক্রবার রওনা হয়। আজ বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ আগামী ২৮ এপ্রিল নেপালের বিপক্ষে। তামিম-মাহমুদুল্লাহ মুখোমুখি আজ প্রিমিয়ার ক্রিকেট লীগ স্পোর্টস রিপোর্টার ॥ দারুই এক জয়ে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) শুরু করেছে কাগজে-কলমে শক্তিধর দল গড়া আবাহনী লিমিটেড। তামিম ইকবালের নেতৃত্বে ঐতিহ্যবাহী দলটি মাশরাফি বিন মর্তুজার দল কলাবাগান ক্রীড়াচক্রকে (কেসি) হারিয়ে দেয় ৭ উইকেটে। আজ আবাহনী মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে শেখ জামাল ধানম-ি ক্লাবের। মাহমুদুল্লাহ রিয়াদের দলটিও জয় দিয়েই শুরু করেছে। আজ তামিম-মাহমুদুল্লাহ লড়াই জয় ধরে রাখার। ফতুল্লায় মাশরাফিরা জয়ের ধারায় ফিরতে নামবেন দারুণ জয়ে শুরু করা প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। আর বিকেএসপিতে প্রথম জয় পেতে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। গুইলার্মোর পাশে নাদাল স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত গতিতেই ছুটছেন রাফায়েল নাদাল। বর্তমান চ্যাম্পিয়ন কেই নিশিকোরিকে পরাজিত করে বার্সিলোনা ওপেনের শিরোপা জিতেছেন তিনি। রবিবার টুর্নামেন্টের ফাইনালে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল ৬-৪ এবং ৭-৫ গেমের সরাসরি সেটে নিশিকোরিকে পারজিত করে শিরোপা লাভ করেন। এর মাধ্যমে আর্জেন্টাইন কিংবদন্তি গুইলার্মো ভিয়াসের সঙ্গে রেকর্ড ৪৯ ক্লে কোর্ট শিরোপার মালিকও হলেন নাদাল। গত সপ্তাহেই মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতেন নাদাল। প্রায় দুই বছর পর মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। তার উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই বার্সিলোনা ওপেনের নবম শিরোপা! ইউরোপিয়ান ক্লে কোর্ট চলতি মৌসুমে নাদালের এটা টানা ১০ ম্যাচে জয়। আর এরই ধারাবাহিকতা জুনে ফ্রেঞ্চ ওপেনেও বজায় রাখতে আত্মবিশ্বাসী এই স্প্যানিশ তারকা। নাদালের সাফল্যের দিনে অবশ্য নিশিকোরির বার্সিলোনায় ১৪ ম্যাচে জয়ের রেকর্ড ভেঙ্গে গেল। জাপানীজ এই শীর্ষ বাছাই অবশ্য ফাইনালে কয়েকটি ব্রেক পয়েন্টে সুযোগ নষ্ট করেছেন।
×