ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাবমেরিন কেবলের ইপিএস বেড়েছে ১৩৩ শতাংশ

প্রকাশিত: ০৪:০০, ২৬ এপ্রিল ২০১৬

সাবমেরিন কেবলের ইপিএস বেড়েছে ১৩৩ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৩৩ শতাংশ। কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি, ১৬-মার্চ, ১৬) কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৯ পয়সা। উল্লেখ্য, গত ৯ মাসে (জুলাই,১৫-মার্চ,১৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ৪৪ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার ইস্টার্ন কেবলসের সভা ২৮ এপ্রিল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ এপ্রিল, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৪টায় হবে এই সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির তৃতীয় প্রান্তিকের তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য, ইস্টার্ন কেবল ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×