ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লীগ চ্যাম্পিয়ন হতে চান সৌম্য

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ এপ্রিল ২০১৬

লীগ চ্যাম্পিয়ন হতে চান সৌম্য

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা লীগে এবার চ্যাম্পিয়ন হব, এ কথাটি খুব বেশি দল কিংবা দলের ক্রিকেটাররা বলতে পারছেন না। কারণ, হাতে গোনা কয়েকটি দলই যে শক্তিশালী দল গড়েছে। এরমধ্যে লিজেন্ডস অব রূপগঞ্জ একটি। এর আগে আবাহনী লিমিটেডের অধিনায়ক তামিম ইকবাল ও প্রথম ম্যাচেই হেরে যাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাব্বির রহমান রুম্মন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা শুধু বলতে পেরেছেন। শনিবার রূপগঞ্জের সৌম্য সরকারও সেই কথা বললেন। জানিয়ে দিলেন, ‘চ্যাম্পিয়ন হতে চাই। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতে নামব।’ আজ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়াই করবে রূপগঞ্জ। এ ম্যাচটি দিয়েই শুরু হবে রূপগঞ্জের চ্যাম্পিয়ন হওয়ার মিশন। সেই মিশন শুরুর আগে শনিবার সৌম্য জানান, ‘যেহেতু মাঠে নামবো, জেতার জন্যই নামবো। প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করতে পারলে অবশ্যই পরের ম্যাচটিও ভাল হবে। কাল (আজ) প্রথম ম্যাচ। শুরুটা যদি ভাল হয়, অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। এজন্য আমাদের শুরুটা ভাল করতে হবে।’ রূপগঞ্জ ভাল দল গড়েছে এবার। দলে সৌম্য সরকারতো আছেনই, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম অমি, তাইজুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, আবু হায়দার রনি, শুভাশিষ রায় চৌধুরী আছেন। ব্যাটিং-বোলিং সব বিভাগেই নৈপুণ্য দেখানোর মতো ক্রিকেটার আছেন। শক্তিশালী দলই রূপগঞ্জ। কিন্তু দলকে চ্যাম্পিয়ন করার আশাতো তখন পূরণ হবে, যখন ক্রিকেটাররা নৈপুণ্য দেখাতে পারবেন। বিশেষ করে সৌম্য সরকার। যিনি এখন ফর্মে নেই। নিজেকেইতো আগে ফর্মে ফেরাতে হবে। সৌম্য’র পরিকল্পনা আবার ধারাবাহিক পারফর্মেন্সে ফেরাও, ‘প্রিমিয়ার লীগে আগেরবার যেমন খেলেছি তারচেয়ে ভাল ক্রিকেট খেলতে চাই। আগেরবার খেলেছি। এবার এখনও উইকেট দেখিনি। তবে যতটুকু শুনেছি ব্যাটিং উইকেটই হবে নাকি। ব্যাটিং উইকেট হলে অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।’ লীগের গত আসরে সৌম্য খেলেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। দল চ্যাম্পিয়নও হয়। সৌম্য নিজেও দারুণ ব্যাটিং করেন। ১৫ ম্যাচে ৪১.০০ গড়ে ৬১৫ রান করে রান সংগ্রাহক ব্যাটসম্যানদের মধ্যে সেরা পাঁচেও ছিলেন। এবার এরচেয়েও ভাল করতে চান সৌম্য। অবশ্য ক্রিকেটারদের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। প্রচ- তাপদাহ চলছে। যেটি ব্যাটসম্যান-বোলার-ফিল্ডার সবাইকেই ভোগাবে। সৌম্য বললেন, ‘সত্যি কথা বলতে আবহাওয়াটা আমাদের হাতে নেই। আমাদের কাজ খেলা, যখন খেলা হোক আমাদের খেলতে হবে। এটাই আমাদের কাজ।’ তিনটি টেস্ট খেলেছেন। ৫ ইনিংসে রান করেছেন ২১.৪০ গড়ে ১০৭। ওয়ানডে খেলেছেন ১৬টি। রান ৪৯.৪২ গড়ে ৬৯২। আর টি২০ খেলেছেন ১৯টি। ১৫.৭৩ গড়ে ২৯৯ রান করেছেন। টেস্টে অল্প ম্যাচ খেলেছেন। তাতে নিজেকে খুব বেশি মেলে ধরতে পারেননি। তবে ওয়ানডেতে ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুইয়ের বিপক্ষে অভিষেকের পর থেকেই নিজেকে আলাদাভাবেই চিনিয়েছেন। ওয়ানডেতে অবস্থান পাকাপোক্তই। কিন্তু টি২০তে ২০১৫ সালের এপ্রিল থেকে চলতি বছর এশিয়া কাপ পর্যন্ত ভাল চললেও টি২০ বিশ্বকাপের মঞ্চে নামতেই যেন টি২০তে হারিয়ে যান সৌম্য। এর প্রভাব যে কোন ফরমেটেই কি পড়তে পারে না? সৌম্য আবার ফর্মে ফেরার কথাই জানালেন, ‘অনুশীলন করে যাচ্ছি। অনুশীলন তো নিজের ভুলগুলো ঠিক করার জন্যই। এতোদিন এটা নিয়েই কাজ করেছি। কাল (আজ) থেকে ম্যাচ শুরু। দেখা যাক কি হয়।’
×