ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইকুয়েডরে আবারও ভূমিকম্প ॥ মৃতের সংখ্যা বেড়ে ৬০২

প্রকাশিত: ০৪:৪০, ২৪ এপ্রিল ২০১৬

ইকুয়েডরে আবারও ভূমিকম্প ॥ মৃতের সংখ্যা বেড়ে ৬০২

ইকুয়েডরে নতুন করে শুক্রবার ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে নতুন করে আঘাত হানা ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন খবর পাওয়া যায়নি। ইকুয়েডরে ভয়াবহ দুই দফা ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬০২ জনে দাঁড়িয়েছে। খবর এএফপির। গেল শনিবার সন্ধ্যায় সাত দশমিক আট মাত্রার ওই ভূমিকম্পটি ছিল ৭০ বছরের মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্করী। এতে এখনও ১৩০ জন নিখোঁজ আছেন পাশাপাশি আহত হয়েছেন আরও ১২ হাজার ৪৯২ জন। ওই ভূমিকম্পের পর বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর পের্তোভিয়েজো থেকে উত্তর-পশ্চিম দিকে সাগরের ১০০ কিলোমিটারের মাত্র ১০ কিলোমিটার গভীরে ৬ মাত্রার আর একটি শক্তিশালী ভূমিকম্প হয়। এতে মাত্রই ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা থেকে বেঁচে ফেরা মানুষেরা ফের আতঙ্কিত হয়ে পড়ে। শুক্রবার প্রকাশিত এক বুলেটিনে এসব হতাহতের এই সংখ্যা জানিয়েছে দেশটির জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানের আশা করা হলেও দফায় দফায় এ ধরনের ভূমিকম্পে তা নস্যাৎ হয়ে যাচ্ছে। দেশটিতে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ছয় শতাধিক লোক নিহত ও কয়েক হাজার লোক আহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর আবার এই ভূমিকম্প আঘাত হানল। মোওস্যাক ফনসেকায় ফের তল্লাশি পানামা কর্তৃপক্ষ পানামা পেপার্স কেলেঙ্কারির কেন্দ্র্রবিন্দুতে থাকা আইনী প্রতিষ্ঠান মোওস্যাক ফনসেকার সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে শুক্রবার প্রতিষ্ঠানটিতে আবারও তল্লাশি অভিযান চালিয়েছে। খবর এএফপির। পানামার এক সংবাদপত্র লা প্রেনসা জানায়, প্রসিকিউটররা সংঘবদ্ধ অপরাধের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইনী প্রতিষ্ঠান মোওস্যাক ফনসেকার মালিকানায় থাকা একটি মজুদ কেন্দ্র্রে এ তল্লাশি অভিযান চালায়। প্রসিকিউটররা তল্লাশি অভিযান চালানোর খবর নিশ্চিত করলেও এ ব্যাপারে তারা বিস্তারিত আর কিছু জানাননি। অভিযানের পর মোওস্যাক ফনসেকা জানায়, তদন্তে সহযোগিতা করতে তারা প্রস্তুত। এর আগের তদন্ত থেকে প্রসিকিউটররা এ মজুদ কেন্দ্রের তথ্য পান। নতুন প্রজাতির বানর! ভারতের অরুণাচল প্রদেশের আনজাও এলাকার বনে ‘হোয়াইট চিকম্যাকাক’ নামে নতুন প্রজাতির বানরের খোঁজ পাওয়া গেছে। বানরটি অন্যান্য ম্যাকাক থেকে ভিন্ন প্রজাতির। তার মুখে বড় লোমের বিন্যাস, গলা থেকে পেটের নিচ পর্যন্ত লোমশ অংশ, কেশহীন ছোট লেজ, কালচে লাল মুখ, ঘাড় লম্বা ও ঘন চুল, থুতনির চারপাশে সাদা ধূসর রঙ রয়েছে। -ওয়েবসাইট জর্জের অভিবাদন! ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেট মিডেলটনের প্রথম সন্তান প্রিন্স জর্জ। বয়স মাত্র দু’বছর হলে কি হবে- থ আপ্যায়ন, সৌজন্যে বড়দের মতো। কেনসিংটন প্রাসাদে নৈশভোজে এসেছিলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। কাজ সেরে পৌঁছতে একটু বেশিই রাত করে ফেলেছিলেন তারা। ততক্ষণে ঘুমোতে যাওয়ার সময় হয়ে গেছে জর্জের। তাই রাতের পোশাকেই করমর্দন করলেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। যতক্ষণ অতিথিরা ছিলেন, মা-বাবার সঙ্গে সাদা পাজামা আর রোব পরে টাট্টু ঘোড়ার পিঠে তিনিও রইলেন তাদের সঙ্গে। -টাইম
×