ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদচ্যুত বলে মার্কোসারের কাছে আবেদন করতে পারেন প্রেসিডেন্ট

ব্রাজিলের আঞ্চলিক সদস্যপদ স্থগিত চাইবেন রুসেফ

প্রকাশিত: ০৪:৩৭, ২৪ এপ্রিল ২০১৬

ব্রাজিলের আঞ্চলিক সদস্যপদ স্থগিত চাইবেন রুসেফ

প্রেসিডেন্ট দিলমা রুসেফ শুক্রবার এক আন্তর্জাতিক শ্রোতা সমাবেশে তার অভিশংসনকে এক অভ্যুত্থান বলে নিন্দা জানান। তিনি বলেন, যদি ব্রাজিলে গণতান্ত্রিক প্রক্রিয়া ভেঙে পড়ে তাহলে তিনি দেশটির সদস্যপদ স্থগিত রাখতে দক্ষিণ আমেরিকান দেশগুলোর আঞ্চলিক সংস্থা মার্কোসার ও ইউএনএএসইউআরের প্রতি আহ্বান জানাবেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে হুঁশিয়ার করে বলেন, তার দেশ এক গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। রুসেফ শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দেন। এদিকে তার সমালোচকরা বলেছেন, রুসেফ এই অভিশংসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পেতে এই সফরকে ব্যবহার করছেন। খবর এএফপি, বিবিসি ও ইয়াহু নিউজের। মার্কোসার চুক্তির একটি গণতান্ত্রিক ধারা আছে, কোন সদস্য দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা হলে সংস্থাটি সেই দেশে এই ধারাটি কার্যকর করতে পারে। এর ফলে বাণিজ্য সুবিধা হারানোসহ ওই দেশ সংস্থাটির একাধিক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে। ২০১২ সালে প্যারাগুয়েতে এমন ঘটনা ঘটেছিল। রুসেফ অভিশংসনের পুরো প্রক্রিয়ার প্রতি নজর রাখতে মার্কোসার ও ইউএনএএসইউআরকে আহ্বানও জানিয়েছেন। রুসেফ নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে পড়লে ব্রাজিলে আমি মার্কোসারের গণতান্ত্রিক ধারা প্রয়োগের আহ্বান জানাব। রুসেফ গত রবিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে গুরুত্বপূর্ণ অভিশংসন ভোটে হেরে যান। অভিশংসন প্রস্তাবটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ থেকে উচ্চকক্ষ সিনেটে উঠেছে। এই অভিশংসন প্রক্রিয়া তার সরকারকে অচল করে দিয়েছে এবং ১৯৮৫ সালে দেশটিতে বেসামরিক শাসন শুরু হওয়ার পর থেকে ব্রাজিলকে সবচেয়ে গভীর রাজনৈতিক সঙ্কটে পতিত করেছে। রুসেফ জাতিসংঘের প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেয়া ভাষণে তার স্বর নরম রেখেছিলেন এবং অভ্যুত্থান শব্দটি ব্যবহার করেননি। তিনি বলেন, ব্রাজিলে যে শোচনীয় পরিস্থিতি চলছে তা উল্লেখ করা ছাড়া আমি আমার বক্তব্য শেষ করতে পারি না। তবে আমাদের পরিশ্রমী জনতা আছে। স্বাধীনতার প্রতি আছে আমাদের গভীর শ্রদ্ধাবোধ। তাই আমার কোন সন্দেহ নেই যে, আমাদের জনগণ যে কোনও ধরনের বিপত্তি মোকাবেলায় সক্ষম। তিনি তার বক্তব্যের শেষ দিকে সরকারী বাজেটে সঠিক তথ্য না দেয়ার অভিযোগ অস্বীকার করেন। রুসেফ তার প্রতি সংহতি জানান এমন সব নেতাকে ধন্যবাদ দেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তার শেষ মুহূর্তের সিদ্ধান্ত ব্রাজিলীয় সঙ্কটকে নিউইয়র্কের রাস্তায় নিয়ে এসেছে। রুসেফ জাতিসংঘ সদরদফতর ত্যাগ করে ব্রাজিলীয় সংবাদমাধ্যমকে সুর চড়িয়ে বার বার দাবি করেন, তার বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চলছে।
×