ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুবাই ওপেন দাবায় রাকিবের ড্র

প্রকাশিত: ০৬:৪৩, ২০ এপ্রিল ২০১৬

দুবাই ওপেন দাবায় রাকিবের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ‘দুবাই ওপেন দাবা’র অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ৮ খেলায় সাড়ে চার পয়েন্ট করে অর্জন করেছেন। বাংলাদেশের অপর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৪ পয়েন্ট অর্জন করেছেন। অষ্টম রাউন্ডের রাকিব রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার কেন্টার এডুয়ার্ডের সঙ্গে ড্র করেন। মিনহাজ ফিলিপিন্সের তাবাদা জোবান্নির বিপক্ষে ওয়াক ওভার পান এবং রাজীব ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার প্রত্যুষা বোদ্ধার কাছে হেরে যান। টেনিস কোচেস কোর্স স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামী ২০-২৪ এপ্রিল পর্যন্ত ‘এলিট আইটিএফ প্রি-লেভেল-১/বিটিএফ লেভেল-১ কোচেস কোর্স’ অনুষ্ঠিত হবে। সুরেশ মেনন (আইটিএফ ডেভেলপমেন্ট অফিসার এশিয়া) এবং রোকন উদ্দিন আহমেদ (আইটিএফ লেভেল-২ টেনিস কোচ) এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ খালেদ আহমেদ কোর্সের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ টেনিস ফেডারেশনের তিন প্রশিক্ষকসহ রাজশাহী, নরসিংদী, ঝালকাঠি, নওগাঁ, দিনাজপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, মাদারীপুর, বরিশাল, উত্তরা ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, বিকেএসপি ও জাতীয় টেনিস কমপ্লেক্স থেকে মোট ২৫ প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ওয়ালটন প্রথম বিভাগ ভলিবল লীগ শুরু স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে ঢাকা ভলিবল স্টেডিয়ামে ‘ওয়ালটন ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লীগ’ শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় বাংলাদেশ জেল ২-১৭, ২৫-১৮, ২৫-১৬ পয়েন্টে নবজাগরণী সংঘ ক্লাবকে হারিয়ে শুভসূচনা করে। সকাল ১০টায় ঢাকা মহানগরীর ৯ ক্লাব ভলিবল দল নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন এফএম ইকবাল বিন আনোয়ার (হেড অব দি ডিপার্টমেন্ট, স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার, ওয়ালটন গ্রুপ)।
×