ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

জয়নুল গ্যালারিতে জয়পুরহাটে আঁকা ছবির প্রদর্শনী

প্রকাশিত: ০৬:০১, ১৯ এপ্রিল ২০১৬

জয়নুল গ্যালারিতে জয়পুরহাটে আঁকা ছবির প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ মার্চ মাসে চারুকলা বিষয়ক বর্ণাঢ্য এক উৎসব হয়েছে জয়পুরহাটে। অনুষ্ঠিত হয়েছে আর্ট ক্যাম্প। দেশের খ্যাতিমান ও তরুণ চিত্রশিল্পীদের সঙ্গে এ আয়োজনে যোগ দিয়েছে জেলার ১২০ শিক্ষার্থী। তিন দিনের শিল্প শিবিরে চিত্রিত হয়েছে অসংখ্য ছবি। তিন দিনের আর্ট ক্যাম্পের সঙ্গে পাঁচ দিনের উৎসব আনুষ্ঠানিকতায় ছিল গান ও কবিতা, ভাওয়াইয়া, রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীতের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিল্প-সংস্কৃতিসমৃদ্ধ সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত আয়োজনটির শিরোনাম ছিল ‘চারুকলা উৎসব-২০১৬, জয়পুরহাট’। আয়োজন করে চারুকলা উৎসব-২০১৬, জয়পুরহাট উদযাপন পরিষদ। জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চল তেঘর হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই আর্ট ক্যাম্পে অংশ নিয়েছিলেন ২১ জন প্রখ্যাত শিল্পী এবং ৭০ জন শিক্ষার্থী শিল্পী। তাদের সঙ্গে সমানতালে ক্যানভাস রাঙিয়েছেন জেলাটির বিভিন্ন স্কুলের ১২০ জন শিশু-কিশোর। প্রথমে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী। সেই প্রদর্শনীটি এখন হাজির হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে। এক নম্বর জয়নুল গ্যালারির সঙ্গে অনুষদের করিডরে শোভা পাচ্ছে বিচিত্র বিষয়ের ওপর আঁকা সেসব ছবি। সোমবার বৈশাখী বিকেলে ‘চারুকলা উৎসব-২০১৬, জয়পুরহাট’ শীর্ষক এ প্রদর্শনীর সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরেণ্য দুই চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর ও অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। আলোচনায় অংশ নেন অভিনয় ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক হারুন আর রশীদ টুটুল। উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক সংস্কৃতিকর্মী আমিনুল হক বাবুল। প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান নূর বলেন, সারাদেশে এ ধরনের আর্ট ক্যাম্প হওয়া উচিত। এর ফলে জেলাগুলোর মধ্যে শিল্প ও সংস্কৃতিচর্চা যেমন বেগবান হবে, তেমনি সৃজনশীলতার মাঝে বেড়ে উঠবে আগামী প্রজন্ম। এখনকার শিশুদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে বইয়ের বোঝা। ফলে তাদের জীবনটা ক্রমশ যেন সঙ্কুচিত হয়ে পড়ছে। বাড়ছে না ভাবনার জগতটা। সেদিক থেকে জয়পুরহাটের এই আর্ট ক্যাম্পটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও সাড়া ফেলেছে এই আর্ট ক্যাম্প। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের মনের দরজা-জানালাগুলোকে খুলে দিতে হবে। সৈয়দ জাহাঙ্গীর বলেন, সাধারণত চিত্র শিবিরের আঁকা ছবি ভাল হয় না। সময়ের অভাব কিংবা চিন্তা করার সময় না থাকায় এটি হয়ে থাকে। তবে এ আর্ট ক্যাম্পে আঁকা কিছু ছবি আমাকে আলোড়িত করেছে। অনুষদের সামনের করিডরে সাজানো হয়েছে শিশুশিল্পীদের আঁকা ছবিগুলো। আবহমান বাংলার যাপিত জীবনের পাশাপাশি নদী, গাছপালা, কুঁড়েঘর, ফসলের মাঠ, সূর্যোদয়সহ নিসর্গের রূপময়তা উঠে এসেছে সেসব ছবিতে। এক নম্বর গ্যালারিতে ঠাঁই পেয়েছে ক্যাম্পে অংশ নেয়া ২১ জন খ্যাতিমান শিল্পীর চিত্রকর্ম। দুই নম্বর জয়নুল গ্যালারিতে শোভা পেয়েছে ৩৫ জন তরুণ শিল্পীর চিত্রকর্ম। ছয় দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ২৩ এপ্রিল। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। আলোকচিত্র প্রদর্শনী ‘হƒদয়ে কুমিল্লা’ ॥ কুমিল্লার ঐতিহ্যবাহী স্থাপনার ছবি নিয়ে জাতীয় জাদুঘরে সোমবার থেকে শুরু হয়েছে চিত্র সাংবাদিক মুঈদ খন্দকারের আলোকচিত্র প্রদর্শনী ‘হƒদয়ে কুমিল্লা’। রিফ্লেক্ট মিডিয়া কমিউনিকেশন লিঃ ও হক ফাউন্ডেশন কুমিল্লার যৌথ উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনের এ প্রদর্শনী শেষ হবে কাল বুধবার। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। উদীচীর সাবেক সহসভাপতি গোলাম মহিউদ্দীন স্মরণ ॥ বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিনকে স্মরণ করল উদীচী। তার দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় উদীচী ঢাকা মহানগর সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয় স্মরণসভা। অনুষ্ঠানের শুরুতে ড. গোলাম মহিউদ্দিন স্মরণে বিশেষ গীতি-আলেখ্য পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা।
×