ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপানে ভূমিকম্প উপদ্রুত এলাকায় ভারি বৃষ্টি, চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৪:২১, ১৮ এপ্রিল ২০১৬

জাপানে ভূমিকম্প উপদ্রুত এলাকায় ভারি বৃষ্টি, চরম দুর্ভোগ

জাপানের কুমামতো প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের বিপর্যয় সামলে ওঠার আগেই ভারি বৃষ্টিতে দিশেহারা হাজারো মানুষ খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক দফা ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর উদ্ধার তৎপরতা চলার মধ্যে শনিবার রাত থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। খবর সিএনএন ও বিবিসির। বাতাসের তীব্রতায় আশ্রয় কেন্দ্রগুলোর ব্লুসিট (প্লাস্টিকের তাবু) ল-ভ- হয়ে যায়। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকায় অন্ধকার রাতে বৃৃষ্টিতে কাকভেজা হয়ে মাশিকি শহরেই অন্তত সাত হাজার লোক খোলা আকাশের নিচে রাত কাটায়। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত ১৩ দশমিক ৫ মিলিমিটার বৃৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াসে নেমে গেছে। শুক্রবার রাতে রিখটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৩২ জনসহ দুই দিনের ভূমিকম্পে অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে সরকারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
×